রিলায়েন্স জিও ফাইবার গ্রাহকদের জন্য সুখবর, বার্ষিক প্ল্যানে ২৫০০ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা

করোনা ভাইরাসের কারণে জারি লকডাউন অনেকটা শিথিল হলেও এখনও অনেকে ঘর থেকেই কাজ করছে। সেকারণেই প্রতিটি টেলিকম ও ব্রডব্যান্ড কোম্পানি নতুন ডেটা ভাউচার প্যাক আনছে।…

করোনা ভাইরাসের কারণে জারি লকডাউন অনেকটা শিথিল হলেও এখনও অনেকে ঘর থেকেই কাজ করছে। সেকারণেই প্রতিটি টেলিকম ও ব্রডব্যান্ড কোম্পানি নতুন ডেটা ভাউচার প্যাক আনছে। এবার Reliance Jio Fiber ও তাদের গ্রাহকদের অধিক ডেটা সুবিধা দিতে শুরু করলো। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, বার্ষিক সাবস্ক্রিপশন প্ল্যানে গ্রাহকরা ২,৫০০ জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা পাবে।

রিলায়েন্স জিও ফাইবার গ্রাহকদের এখন পাঁচটি প্ল্যান অফার করে- ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম ও টাইটেনিঅ্যাম। কোম্পানির নতুন এই অফারে এখন Jio Fiber Bronze প্ল্যানে ১০০ জিবি অতিরিক্ত ডেটা সহ ৩৫০ জিবি ডেটা পাওয়া যাবে। Silver প্ল্যানে ২০০ জিবি অতিরিক্ত ডেটা সহ ৮০০ জিবি মোট ডেটা পাওয়া যাবে।

এদিকে Gold প্ল্যানে ২৫০ এমবিপিএস ডেটা স্পীডের সাথে ৫০০ জিবি অতিরিক্ত ডেটা সহ ১,৭৫০ জিবি মোট ডেটা অফার করা হচ্ছে। আবার Diamond প্ল্যানে ১,২৫০ জিবি অতিরিক্ত ডেটা সহ ৪,০০০ জিবি ডেটা দেওয়া হচ্ছে। Platinum প্ল্যানে ২,৫০০ জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে। এখানে মোট ডেটা পাওয়া যাবে ৭,৫০০ জিবি। এই প্ল্যানে ১ জিবিপিএস স্পীডে ইন্টারনেট ব্যবহার করতে পারে গ্রাহকরা।

এছাড়াও Titanium প্ল্যানে ১৫,০০০ জিবি মোট ডেটা দেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি গ্রাহকরা জিওর এই প্ল্যানগুলি মাসিক, ৩ মাস, ৬ মাস ও ১২ মাসের মত একবারে রিচার্জ করতে পারে। তবে অতিরিক্ত ডেটা সুবিধা কেবল বার্ষিক প্ল্যানে পাওয়া যাবে। জিওর ব্রোঞ্জ প্ল্যানের মাসিক খরচ ৬৯৯ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *