১৪৯ টাকার প্ল্যান বন্ধ করলো BSNL, গ্রাহকরা পাবে ২৫ টাকা ক্রেডিট

ভারত সঞ্চার নিগম লিমিটেড যেমন নতুন নতুন প্ল্যান নিয়ে আসে, তেমনি কোনো প্ল্যান জনপ্রিয়তা না পেলে তাকে সরিয়েও দেয়। কোম্পানির তরফে এবার ১৪৯ টাকার একটি…

ভারত সঞ্চার নিগম লিমিটেড যেমন নতুন নতুন প্ল্যান নিয়ে আসে, তেমনি কোনো প্ল্যান জনপ্রিয়তা না পেলে তাকে সরিয়েও দেয়। কোম্পানির তরফে এবার ১৪৯ টাকার একটি প্ল্যানকে বন্ধ করে দেওয়া হল। এটি একটি পোস্টপেড প্ল্যান। বিএসএনএল সর্বমোট ১০ টি পোস্টপেড প্ল্যান অফার করতো, তারমধ্যে একটি ছিল এই ১৪৯ টাকার প্ল্যান। জানিয়ে রাখি BSNL এর সবচেয়ে কমদামি পোস্টপেড প্ল্যান হল ৯৯ টাকার এবং সর্বোচ্চ প্ল্যানের দাম ১,৫২৫ টাকা।

বন্ধ হল BSNL এর ১৪৯ টাকার প্ল্যান :

বিএসএনএল এর ১৪৯ টাকার প্ল্যানে গ্রাহকরা ভয়েস কলের সাথে ডেটা সুবিধাও পেত। এখানে ১০০ মিনিট ভয়েস কলের জন্য এবং ৫০০ এমবি ডেটা দেওয়া হত। এছাড়াও পাওয়া যেত ১০০ এসএমএস। ১০০ মিনিট শেষ হলে গ্রাহকদের ইনকামিং কলের সুবিধা বজায় থাকতো। আবার ডেটা শেষ হওয়ার পর ৪০ কেবিপিএস স্পিডে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারতো।

বিএসএনএল এর তরফে জানানো হয়েছে ১৪৯ টাকার প্ল্যান বন্ধ করা হয়েছে। গ্রাহকরা যদি এবার থেকে এর বেশি দামের কোনো প্ল্যান রিচার্জ করে তাহলে ২৫ টাকা ডিসকাউন্ট দেওয়া হবে। এই ডিসকাউন্ট অফার ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বৈধ।

এদিকে বিএসএনএল তাদের ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য ওয়ার্ক ফ্রম হোম প্ল্যান ২৬ জুলাই পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এই অফারে গ্রাহকরা প্রতিদিন ৫ জিবি ডেটা বিনামূল্যে পাবে। খবরটি পড়তে এখানে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *