ZTE Axon 30 Ultra Aerospace Edition: বিশ্বের প্রথম 18GB র‌্যাম ও 1TB স্টোরেজের ফোন লঞ্চ হল

একটি লঞ্চ ইভেন্টে সম্প্রতি বিভিন্ন বৈদ্যুতিন পণ্য উন্মোচন করেছে জেডটিই। তার মধ্যে বিশেষ ছিল ZTE Voyage 20 Pro, একাধিক রাউটার, এবং ZTE LiveBuds Pro ইয়ারবাডস।…

একটি লঞ্চ ইভেন্টে সম্প্রতি বিভিন্ন বৈদ্যুতিন পণ্য উন্মোচন করেছে জেডটিই। তার মধ্যে বিশেষ ছিল ZTE Voyage 20 Pro, একাধিক রাউটার, এবং ZTE LiveBuds Pro ইয়ারবাডস। তবে ইভেন্টের যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিল ZTE Axon 30 Ultra Aerospace Edition। আর সেটা অবশ্যই ১৮ জিবির অভাবনীয় র‌্যাম থাকার কারণে।

একইসঙ্গে সুবিশাল ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে – ১ টিবি। এর ফলে ZTE Axon 30 Ultra Aerospace Edition বিশ্বের প্রথম স্মার্টফোন, যা ১৮ জিবি র‌্যাম + ১ টিবি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। জেডটিই জানিয়েছে, স্পেস এক্সপ্লোরেশন এবং চীনের মহাকাশচারীদের শ্রদ্ধা জানিয়ে ফোনটির ডিজাইন করা হয়েছে।

উল্লেখ্য, স্টোরেজ অপশন বাদ দিলে ZTE Axon 30 Ultra-র মতো একইরকম স্পেসিফিকেশন রয়েছে ZTE Axon 30 Ultra Aerospace Edition-এ। এই ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট-সহ ৬.৬৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৬০০ এমএএইচ ব্যাটারি আছে।

ZTE Axon 30 Ultra Aerospace Edition-এ ফটোগ্রাফির জন্য ১৬ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা ও ৬৪ মেগাপিক্সেল মেইন ক্যামেরা + ৬৪ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স + ৬৪ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স + ৮ মেগাপিক্সেল টেলিফটো লেন্স বর্তমান। ফোনের দাম রাখা হয়ূছে ৬,৯৯৮ ইউয়ান (প্রায় ৮২,১৫৫ টাকা)। এটি আপাতত চীনে পাওয়া যাবে৷ গ্লোবাল মার্কেটে আসার সম্ভাবনা নেই বললেই চলে।