মাইলেজের রাজা Honda SP 125 বাইকের নতুন ভার্সন লঞ্চ হল, পাবেন দুর্দান্ত ফিচার্স
2025 Honda SP 125 লঞ্চ হল বাজারে। OBD 2B মাপকাঠি অনুযায়ী বাইকটির নতুন সংস্করণ লঞ্চ করল কোম্পানি। এই সংস্করণে একাধিক নতুন ফিচার্স যোগ করা হয়েছে।
বছর শেষে নতুন বাইক লঞ্চ করল Honda। সোমবার বাজারে লঞ্চ হল 2025 Honda SP 125 সংস্করণ। OBD 2B মাপকাঠি অনুযায়ী বাইকটির এই সংস্করণ হাজির করেছে জাপানি কোম্পানি। সঙ্গে যোগ হয়েছে একাধিক নতুন ফিচার্স। এবার বাইকে পাবেন ব্লুটুথ এবং USB চার্জিং। মাইলেজের নিরিখেও অনবদ্য মোটরসাইকেল হোন্ডা এসপি।
নতুন 2025 Honda SP 125 : দাম
নতুন Honda SP 125 এর দাম রাখা হয়েছে - ড্রাম ভ্যারিয়েন্ট 91,771 টাকা (এক্স-শোরুম) এবং ডিস্ক ভ্যারিয়েন্ট 1 লক্ষ টাকা (এক্স-শোরুম)। আগের মডেলের থেকে 4000-9000 টাকা দাম বাড়ানো হয়েছে বাইকের। কী কী ফিচার্স ও স্পেসিফিকেশনের জন্য এই মূল্যবৃদ্ধি চলুন জেনে নেওয়া যাক।
নতুন 2025 Honda SP 125 : ফিচার্স ও স্পেসিফিকেশন
বাইকটি একদম নতুন ডিজাইনের সঙ্গে এসেছে। পাওয়া যাবে LED হেডলাইট ও টেললাইট এবং ক্রোম মাফেল কভার। পাঁচটি রঙে কিনতে পারবেন এই আপডেটেড মডেল : পার্ল ইগনিয়াস ব্ল্যাক, ম্যাট অ্যাক্সিস গ্রে মেটালিক, পার্ল সাইরেন ব্লু, ইম্পেরিয়াল রেড মেটালিক এবং ম্যাট মার্ভেল ব্লু মেটালিক।
বাইকটির বিশেষ ফিচার্সের মধ্যে মিলবে 4.2 ইঞ্চি TFT ডিসপ্লে এবং ব্লুটুথ কানেক্টিভিটি। Honda RaodSync অ্যাপের মাধ্যমে কল/SMS এলার্ট ও নেভিগেশনের সুবিধা পাওয়া যাবে। টার্ন-বাই-টার্ন নেভিগেশন ও ভয়েস অ্যাসিস্টের মতো ফিচার্স রয়েছে বাইকে। সঙ্গে উপলব্ধ USB টাইপ-সি চার্জিং পোর্ট।
পারফরম্যান্সের কথা বললে, নতুন হোন্ডা এসপি 125 মোটরসাইকেলে ইঞ্জিন রয়েছে, OBD 2B কমপ্লায়েন্স 124 সিসি সিঙ্গেল সিলিন্ডার, যা থেকে সর্বোচ্চ 10.7 হর্সপাওয়ার এবং 10.9 এনএম টর্ক উৎপন্ন হয়। সঙ্গে রয়েছে 5 স্পিড গিয়ারবক্স। বাইকের মাইলেজ 65 কিমি প্রতি লিটার।