Bengaluru Volvo Crash: দামি গাড়ি কি সত্যিই নিরাপদ? বেঙ্গালুরুর দুর্ঘটনায় গোটা পরিবারের মৃত্যুর পর প্রশ্ন

সম্প্রতি এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ গিয়েছে 6 জনের। যার মধ্যে রয়েছে 6 বছরের এক শিশুও। পুলিশ সূত্রে দাবি, Volvo গাড়ি করে ওই পরিবার আত্মীয়য়ের বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন।

Update: 2024-12-23 07:11 GMT

গাড়ির সেফটি রেটিং নিয়ে প্রচুর আলোচনা শোনা যায়। কিন্তু সেটাই কি যথেষ্ট? সম্প্রতি Volvo গাড়িতে বেঙ্গালুরুর সিইও ও তার পরিবারের প্রাণ গিয়েছে। পুলিশ সূত্রে খবর, Volvo XC90 গাড়ি নেলামঙ্গলা-তুমকুর হাইওয়েতে ডিভাইডার থেকে লাফিয়ে একটি কনটেইনার ট্রাক দ্বারা পিষ্ট হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন - চন্দ্রম ইয়েগাপাগোল (বয়স 48), তার স্ত্রী গৌরাবাই (বয়স 42), তার ছেলে জ্ঞান (বয়স 16), মেয়ে দীক্ষা (বয়স 12), ভগ্নিপতি বিজয়লক্ষ্মী (বয়স 36) এবং বিজয়লক্ষ্মীর মেয়ে আর্য (বয়স 6)। Volvo XC90 গাড়িটি সুরক্ষার দিক দিয়ে উচ্চ মানের মনে করা হয়। কিন্তু অন্যরা যদি নিরাপদে গাড়ি না চালায়, তাহলে গাড়ির সেফটি যতই ভালো হোক না কেন, দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়, ইন্টারনেটে দাবি বহু নেটিজেনদের।

এই SUV গাড়িটি দু’মাস আগেই কিনেছিলেন বেঙ্গালুরুর IAST সফটওয়্যার সল্যুশনের সিইও চন্দ্রম ইয়েগাপাগোল। পুলিশ জানিয়েছে, তিনি নিরাপদেই চালাচ্ছিলেন গাড়িটি। কোনও ভুল ছিল না তার ড্রাইভিংয়ে। দুর্ঘটনায় আহত কন্টেইনার ট্রাকের চালক আরিফ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "আমার সামনের একটি গাড়ি হঠাৎ ব্রেক কষে। আমি ব্রেক কষলে ট্রাকটি সামনের দিকে যেতে থাকে। গাড়িটিকে বাঁচাতে আমি ডানদিকে চলে যাই এবং ট্রাকটি ডিভাইডারে লাফিয়ে পড়ে। এরপর ট্রাকটি দুধের ট্রাকে ধাক্কা মারার আগে ভলভোর উপর গিয়ে পড়ে।”

এই দুর্ঘটনায় যে ছয় জনের মৃত্য হয়েছে তা তিনি জানেন না বলে জানিয়েছিলেন ট্রাক চালক। ওই ট্রাকে অ্যালমুনিয়াম লোড করা ছিল। তার বিরুদ্ধে ইতিমধ্যে বেপরোয়াভাবে গাড়ি চালানো ও মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে সবথেকে থেকে নিরাপদ গাড়িও জীবন বাঁচাতে ব্যর্থ, যদি না রাস্তায় অন্যরা নিরাপদে গাড়ি চালায়।

গাড়ির সেফটি রেটিং কি যথেষ্ট?

নিরাপদ ড্রাইভিং প্রচারের একটি হ্যান্ডেল DriveSmart, দুর্ঘটনাস্থল থেকে মর্মান্তিক ছবিটি শেয়ার করেছে। উক্ত পোস্টে দাবি করা হয়েছে, নিরাপদ সড়ক + নিরাপদ চালক + নিরাপদ গাড়ি : তিনটিই নিরাপত্তার জন্য অপরিহার্য। এই গাড়ির সমস্ত যাত্রী প্রাণ হারিয়েছেন। তারা গাড়ির সব ধরনের পরীক্ষার মধ্য দিয়ে গেছেন।

সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ লিখেছেন, ভলভো যদিও খুব নিরাপদ যানবাহন তৈরি করে। তবে অ্যালুমিনিয়াম লোড করা একটি পাত্রের ওজন সহ্য করা একটি গাড়ির পক্ষে অসম্ভব। আবার কেউ কেউ সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নিয়ম প্রয়োগ করার জন্য, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করিকে ট্যাগ করেছেন।

Tags:    

Similar News