TVS Ronin 2025: ঘুম উড়বে এনফিল্ডের, বাজারে ছড়ি ঘোড়াতে এল টিভিএস রনিন বাইকের উন্নত সংস্করণ

2025 TVS Ronin লঞ্চ হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। এদিন বাইকটির নতুন আপডেটেড ভার্সন উন্মোচন করেছে কোম্পানি। এদিন Motosoul অনুষ্ঠানে বাইকটির নয়া ঝলক প্রকাশ করেছে টিভিএস।

Update: 2024-12-08 08:12 GMT

রয়্যাল এনফিল্ড হান্টার, হোন্ডা সিবির মতো একাধিক মোটরসাইকেলকে টক্কর দিতে আসছে 2025 TVS Ronin। এটি বাইকের আপডেটেড মডেল। জানা গিয়েছে, জানুয়ারিতে ভারতে লঞ্চ হতে পারে নতুন টিভিএস রনিন। স্ক্র্যাম্বলার এবং ক্রুজার, দুই বাইকের স্বাদ পাওয়া যাবে এই মডেলে। রেট্রো ডিজাইন ছাড়াও থাকবে শক্তিশালী ইঞ্জিন এবং ঠাসা ফিচার্স। এদিন Motosoul অনুষ্ঠানে বাইকটি উন্মোচন করেছে টিভিএস।

আরও জানা গিয়েছে, এই মোটরসাইকেলে থাকবে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABS) এবং একাধিক রংয়ের বিকল্প। নতুন গ্লেসিয়ার এবং সিলভার এবং চারকোল এম্বার রংয়ে পাওয়া যাবে বাইকটি। সঙ্গে আগের ডেল্টা ব্লু এবং স্টারগেজ ব্ল্যাক রংয়ের বিকল্পও থাকবে।

2025 TVS Ronin এর সম্ভাব্য ফিচার্স ও স্পেসিফিকেশন

এই বাইকের বেস মডেলে সিঙ্গেল চ্যানেল ABS পাওয়া যাবে। তাতে কোনও পরিবর্তন থাকবে না। তবে মিড ভ্যারিয়েন্ট ও টপ ভ্যারিয়েন্ট মডেলে ডুয়াল চ্যানেল ABS পাওয়া যাবে। ব্রেকিং ফিচারের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য আপগ্রেড। ইঞ্জিনের ক্ষেত্রে মিলবে ২২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সর্বাধিক ২০ হর্সপাওয়ার এবং ১৯.৯৩ এনএম টর্ক তৈরি করতে সক্ষম এই বাইক।

সঙ্গে মিলবে ৫ স্পিড গিয়ারবক্স ও স্লিপার ক্লাচ। অন্যান্য ফিচার্সের মধ্যে পাওয়া যাবে, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ABS মোড, LED লাইটিং ইত্যাদি। বর্তমানে বাইকটির দাম ১.৩৫ লাখ থেকে ১.৭২ লাখ টাকা (এক্স-শোরুম)। নতুন বাইকের দাম কত হাজার টাকা বৃদ্ধি করে টিভিএস সেটাই এখন দেখার বিষয়। আগামী বছর জানুয়ারিতে এই বাইকের অনুষ্ঠানিক লঞ্চ করতে চলেছে কোম্পানি।

Tags:    

Similar News