Bajaj Freedom 125 CNG: মূল্যবৃদ্ধির বাজারে বিশাল স্বস্তি দিল বাজাজ, বাইকের দাম একলাফে ১০,০০০ টাকা কমল
বাজাজের দাবি, অন্যান্য পেট্রল বাইকের তুলনায় Freedom CNG বাইকের চালানোর খরচ ৫০ শতাংশ কম। এদিন মোটরসাইকেলের দাম কমানোর ঘোষণা করল সংস্থা।
বিশ্বের প্রথম CNG চালিত বাইক Bajaj Freedom 125। সংস্থার দাবি, এই বাইকের মেইনটেনেন্স খরচ অন্য পেট্রল চালিত বাইকের তুলনায় অর্ধেক। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকদের আকৃষ্ট করতে বাইকের দামে ছাড় দিচ্ছে বাজাজ অটো। পরিবেশ বান্ধব হওয়ার পাশাপাশি দুর্দান্ত মাইলেজ পাওয়া যাবে বলেও দাবি করেছে সংস্থা।
Bajaj Freedom 125 CNG: দাম ও ছাড়
বাজারে ফ্রিডম ১২৫ সিএনজি বাইকের দাম ৯৫,০০০ টাকা (এক্স-শোরুম)। লঞ্চ হওয়ার প্রথম ৫ মাস না যেতেই, বাইকের উপর ৫,০০০ টাকা থেকে শুরু করে ১০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা করেছে বাজাজ। লঞ্চ হওয়ার পর এখনও পর্যন্ত এটির ৩৫,০০০ ইউনিট বিক্রি হয়েছে দেশে।
যদিও এই ছাড় ঠিক কী কারণে দেওয়া হচ্ছে, তা খোলসা করেনি বাজাজ। মোটরসাইকেলের ড্রাম ভ্যারিয়েন্ট কিনতে পারবেন ৯০,০০০ টাকায় (আসল দাম ৯৫,০০০ টাকা) এবং ডিস্ক ভ্যারিয়েন্ট কেনা যাবে ৯৫,০০০ টাকায় (আসল দাম ১.০৫ লাখ টাকা)।
Bajaj Freedom CNG 125 : ইঞ্জিন, ফিচার্স ও মাইলেজ
মোটরসাইকেলে রয়েছে ১২৪ সিসি ইঞ্জিন। এতে পাওয়া যাবে ২ কেজি সিএমজি ট্যাংক এবং ২ লিটার পেট্রল ট্যাংক। দুই জ্বালানির সম্মিলিত মাইলেজ ৩৩০ কিলোমিটার। পেট্রল এবং CNG এর মধ্যে সুইচ করতে পারবেন। বাইকটি সর্বাধিক ৯.৪ হর্সপাওয়ার এবং ৯.৭ এনএম পিক টর্ক তৈরি করতে পারে। বাইকের বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ডিস্ক, ড্রাম ব্রেক, LED লাইটিং এবং ব্লুটুথ কানেক্টিভিটি (নির্দিষ্ট কয়েকটি মডেলে)। এছাড়া ডিজিটাল এলসিডি ডিসপ্লে, কল এলার্ট, নেভিগেশন এবং USB চার্জিংয়ের সুবিধাও পাওয়া যাবে বাইকে।