Honda Nissan Merger: চাপে ইলন মাস্ক! টেসলাকে টক্কর দিতে মিশে যাচ্ছে জাপানের জগৎ বিখ্যাত দুই গাড়ি সংস্থা

জাপানের দুই অন্যতম জনপ্রিয় অটো সংস্থা Nissan এবং Honda। Tesla, Toyota- কে টেক্কা দিতে সম্প্রতি দুই সংস্থার একত্রিত হওয়ার খবর সামনে এসেছে।

Update: 2024-12-18 19:14 GMT

অনেক বছর ধরে ভারতে গাড়ি বিক্রি করছে Nissan এবং Honda। এবার দুই জাপানি সংস্থার একত্রিত হওয়ার খবর সামনে এসেছে। গ্লোবাল মার্কেটে বিক্রি বাড়াতে এবং Tesla ও Toyota- কে টক্কর দিতে এই সিদ্ধান্ত নিতে পারে দুই সংস্থা। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রাথমিক পর্যায়ে আলোচনা শুরু করেছে নিসান এবং হোন্ডা। এই মুহূর্তে, কর্মী ছাঁটাই এবং দাম কমানো নিয়ে ব্যাস্ত নিসান।

বিক্রির নিরিখে টয়োটার পর জাপানে সবথেকে বড় দুই গাড়ি সংস্থার নাম নিসান এবং হোন্ডা। ভারত-সহ বিশ্বের একাধিক দেশে যাত্রীবাহী গাড়ি উৎপাদন ও বিক্রি করে সংস্থা দুটি। তাছাড়া ভারতে সবথেকে জনপ্রিয় ৫ গাড়ি সংস্থার মধ্যে রয়েছে টয়োটা। যেখানে নিসান এবং হোন্ডার শেয়ার খুবই কম। হোন্ডার City, Amaze এবং Elevate এই তিন গাড়ি রয়েছে। আর নিসানের Magnite এবং X-trail এই দুটি গাড়ি রয়েছে। যেগুলির বিক্রি তুলনামূলক কম।

চলতি বছর মার্চ থেকেই দুই সংস্থার মিশে যাওয়ার জল্পনা শুরু হয়। এমনকী, ইলেকট্রিক গাড়ির বাজারে অংশীদারিত্ব করার জন্য রাজি হয়েছে তারা। এই সিদ্ধান্ত কার্যকর হলে, শুধু টয়োটা নয়, ইভি সংস্থা আমেরিকার টেসলা এবং চিনের বিওয়াইডি-কেও চ্যালেঞ্জ জানাবে তারা।

এই প্রসঙ্গে হোন্ডার এক মুখপাত্র জানিয়েছেন, ভবিষ্যতে হোন্ডা ও নিসানের একত্রিত হওয়ার সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। যাত্রীবাহী গাড়ি বাজারের একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তবে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অন্যদিকে, নিসানের মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিসান এবং হোন্ডার একত্রিতকরণ একটি ব্যবসায়িক সিদ্ধান্ত। সম্ভাব্য দিকগুলি মূল্যায়ন করা হচ্ছে। কিন্তু কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। কোনও আপডেট থাকলে সবার প্রথম স্টেকহোল্ডারদের অবগত করা হবে।

Tags:    

Similar News