Ultraviolette Electric Bike: দেশের দ্রুততম ইলেকট্রিক বাইক লঞ্চের পর এবার নতুন চমক আনছে আল্ট্রাভায়োলেট
দেশের বাজারে ইলেকট্রিক বাইকের লড়াইয়ে জমি শক্ত করছে Ultraviolette। ইতিমধ্যেই ভারতের দ্রুততম ইলেকট্রিক বাইক এনেছে কোম্পানি। ২০২৫ সালে আরও এক নতুন মডেল লঞ্চ করার ঘোষণা করেছে আলট্রাভায়োলেট।
বাড়ানো হচ্ছে শোরুম। ইলেকট্রিক বাইকে যোগ করা হচ্ছে আধুনিক প্রযুক্তি। ইতিমধ্যে ভারতের দ্রুতগামী ইলেকট্রিক বাইকের তকমা নিজের নামে করেছে বেঙ্গালুরুর Ultraviolette। কোম্পানির F77 Mach 2 মডেল আলোড়ন ইলেকট্রিক বাইকের দুনিয়ায়। সেই মডেলের উপর ভিত্তি করে নতুন সেগমেন্টে প্রবেশ করার ঘোষণা করল কোম্পানি। এদিন কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে, ২০২৫ সালে নতুন বাইক লঞ্চ করা হবে।
আল্ট্রাভায়োলেটের লক্ষ্য, ২০২৫ সালে মোটরসাইকেলের একটি নতুন বিভাগে প্রবেশ করা। মোটরসাইকেলটির ক্যাটাগরি বা ধরন এখনও প্রকাশ করা হয়নি। তবে সূত্রের খবর, ব্র্যান্ডটি বর্তমান F77 Mach 2 ইলেকট্রিক মোটরসাইকেলের উপর ভিত্তি করে নতুন মডেল তৈরি করতে চলেছে।
অন্যদিকে, আল্ট্রাভায়োলেট ইতিমধ্যেই এই বছর EICMA-তে কনসেপ্ট এক্স অ্যাডভেঞ্চার বাইকটি প্রদর্শন করেছে। নতুন বাইকটি শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে Mach 2-এর উপর নির্ভর করবে না, অনুরূপ হার্ডওয়্যার, ব্যাটারি এবং মোটর দিয়ে সজ্জিত থাকবে বলে মনে হয়েছে। প্রসঙ্গত, কনসেপ্ট এক্স কোনও অ্যাডভেঞ্চার বাইক নয়। কারণ এতে ১৭ ইঞ্চি চাকা, একটি প্রচলিত সাসপেনশন সেটআপ এবং রোড ভিত্তিক প্রোফাইল থাকবে।
আরও জানা গিয়েছে, আগামী ৩ বছরে চারটি ভিন্ন সেগমেন্টে মোটরসাইকেল লঞ্চ করার পরিকল্পনা করছে কোম্পানি। এগুলি হল - অ্যাডভেঞ্চার, ক্রুজার, রোডস্টার এবং সুপারস্পোর্টস। উল্লেখ্য, ইউরোপীয় ডিলার এবং দর্শকদের নজর কেড়েছে কনসেপ্ট এক্স ব্র্যান্ড। তবে শুধু একটি নির্দিষ্ট সেগমেন্টে সীমাবদ্ধ না থেকে ভিন্ন স্বাদের বাইকের বাজারে প্রবেশ করতে চাইছে কোম্পানি। যাতে গ্রাহকরা এটিকে শুধুমাত্র এক ধাঁচের বাইক প্রস্তুতকারক হিসাবে না মনে করে। দুর্ভাগ্যবশত, ২০২৫ সালে যে বাইকটি লঞ্চ করা হবে, তার সম্পর্কে এখনও খুব বেশি তথ্য সামনে আনেনি আল্ট্রাভায়োলেট।