Suzuki Swift ANCAP: দুর্বল গাড়ির তকমা ঘোচাতে ব্যর্থ, ক্র্যাশ টেস্টে ডাল টেনে ক্রেতাদের রক্তচাপ বাড়াল সুইফট

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যে Suzuki Swift বিক্রি হয় এদিন সেই গাড়ি ANCAP পরীক্ষায় ১ স্টার সেফটি রেটিং পেয়েছে। গ্লোবাল মার্কেটে সুজুকির অন্যতম সস্তা গাড়ি হল সুইফট।

Update: 2024-12-16 14:45 GMT

অস্ট্রেলেসিয়ান নিউ কার অ্যাসেসমেন্ট প্রোগ্রাম বা ANCAP ক্র্যাশ টেস্টে ১ স্টার সেফটি রেটিং পেল Suzuki Swift। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে গাড়ির যে সংস্করণটি বিক্রি হয়, সেটি এই সেফটি রেটিং পেয়েছে। তবে এই সেফটি রেটিং ভারতের বাজারে প্রযোজ্য নয়। গতবছর দেশে গাড়ির নতুন সংস্করণ প্রকাশ করেছে কোম্পানি।

অস্ট্রেলিয়ার NCAP চারটি বিস্তৃত প্যারামিটারে সুজুকি সুইফট গাড়িকে পরীক্ষা করেছে - প্রাপ্তবয়স্ক সুরক্ষা, শিশু সুরক্ষা, দুর্বল সড়ক ব্যবহারকারীর সুরক্ষা এবং নিরাপত্তা সহায়তা। হ্যাচব্যাকটি চারটি বিভাগে স্কোর করেছে যথাক্রমে - ৪৭%, ৫৯%, ৭৬% এবং ৫৪%। অ্যাডাল্ট অকুপ্যান্ট প্রোটেকশন ক্যাটাগরিতে, ৪০ এর মধ্যে ১৮.৮৮ পয়েন্ট স্কোর করেছে গাড়িটি।

জানা গিয়েছে, সুইফটের সামনের অফসেট, প্রস্থ, সাইড ইমপ্যাক্ট, পোল এবং অনুরূপ সিমুলেটেড ক্র্যাশ পরিস্থিতিতে গাড়ির ক্র্যাশযোগ্যতা পরীক্ষা করা হয়েছিল। চাইল্ড অকুপ্যান্ট প্রোটেকশন ক্যাটাগরিতে ৪৯ এর মধ্যে ২৯.২২ পয়েন্ট স্কোর করেছে সুইফট। ভলনারেবল রোড ইউজার প্রোটেকশন এবং সেফটি অ্যাসিস্ট বিভাগে, হ্যাচব্যাকটি যথাক্রমে - ৪৮.৪০ পয়েন্ট (৬৩ পয়েন্টের মধ্যে) এবং ৯.৭৮ পয়েন্ট (১৮পয়েন্টের মধ্যে) স্কোর অর্জন করেছে।

গাড়ির সেফটি ফিচারগুলির মধ্যে রয়েছে ৬টি এয়ারব্যাগ এবং অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। প্রসঙ্গত, ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে Dzire গাড়ির নতুন সংস্করণ। এই গাড়ি গ্লোবাল NCAP ক্র্যাশ টেস্টে সম্প্রতি ৫ স্টার সেফটি রেটিং পেয়েছে।এই ফলাফলে উচ্ছ্বসিত মারুতি সুজুকি। কোম্পানির প্রথম গাড়ি হিসাবে এই কৃতিত্ব অর্জন করেছে Dzire।ভারতে নতুন মারুতি সুজুকি সুইফটের দাম শুরু ৬.৪৯ লাখ টাকা থেকে।

Tags:    

Similar News