Winter Car Care Tips: শীতে গাড়ির যত্ন নিলে তবেই ভালো সার্ভিস পাবেন গরমে, এই ৫ টিপস মানলে থাকবেন টেনশন ফ্রি
গ্রীষ্মকালের মতো শীতকালেও গাড়ির প্রতি বাড়তি যত্ন রাখা উচিত। কঠিন আবহাওয়ায় গাড়ির যত বেশি পরিচর্যা করা হবে, ততই মেরামতের খরচ কমবে।
শীতকালে গাড়ি নানা কারণে খারাপ হতে পারে। এই আবহাওয়া গাড়ির উপর বেশ কিছু বিরূপ প্রভাব ফেলে। তাই শীতের জন্য আগে থেকেই গাড়ি প্রস্তুত রাখা জরুরি। এর ফলে আপনার গাড়ির দীর্ঘায়ু হবে এবং মেরামতের খরচও কমবে। শীতকালে গাড়ি রক্ষা করার জন্য কী কী করতে পারেন, আসুন জেনে নেওয়া যাক।
গাড়ির লাইট যাচাই করুন
গাড়ির লাইট সঠিক ভাবে কাজ করছে কিনা যাচাই করুন। যেহেতু শীতকালে সূর্য তাড়াতাড়ি অস্ত যায়, তাই দ্রুত অন্ধকার নামে। তাই রাতে গাড়ির আলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। টেল লাইট, হেডল্যাম্প, টার্ন ইন্ডিকেটর এবং রিভার্স হেডল্যাম্পগুলি ঠিকমতো কাজ করছে কিনা পরীক্ষা করুন।
ইঞ্জিন অয়েল যাচাই এবং রিফিল করুন
অনেকেই আছেন যারা গাড়ির নিয়মিত চেকআপ না করে দীর্ঘ সময়ের জন্য ইঞ্জিন অয়েল বা কুল্যান্ট ব্যবহার করেন। এক্ষেত্রে টপ আপ করার পরিবর্তে অয়েল প্রতিস্থাপন করা উচিত। মেকানিকরা পরামর্শ দিয়ে থাকেন, যে ঠান্ডা আবহাওয়ার জন্য উপযুক্ত একটি হালকা ইঞ্জিন অয়েল ব্যবহার করা আবশ্যক। যা আবহাওয়া অনুযায়ী সঠিক ইঞ্জিন অয়েল প্রস্তুতকারকের ম্যানুয়াল থেকে পাওয়া যাবে।
ব্যাটারি ভালো রাখুন
ঠান্ডা আবহাওয়ায় গাড়ি চালানোর সময় গাড়ির ব্যাটারির উপর চাপ পড়ে। গরমের তুলনায় ঠান্ডা আবহাওয়ায় ব্যাটারির পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তাই দীর্ঘ ভ্রমণে বেরোনোর আগে আগে, গাড়ির ব্যাটারিটি সঠিক অবস্থায় রয়েছে কিনা তা নিশ্চিত করুন।
উইন্ডশীল্ড এবং ওয়াইপার পরীক্ষা করুন
উইন্ডশীল্ডে কোনও ফাটল বা জলের ছিদ্র শনাক্ত করার জন্য পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা গুরুত্বপূর্ণ। ঠান্ডা আবহাওয়ার সময়, কুয়াশা জমে এই ধরনের ফাটল সমস্যা করতে পারে। উইন্ডশীল্ডটি নিখুঁত অবস্থায় রয়েছে কিনা তা নিশ্চিত করা জরুরি।
ব্রেক এবং টায়ার
টায়ার হল একটি গাড়ি এবং রাস্তার মধ্যে প্রথম যোগাযোগ বিন্দু। এটির নিয়মিত রক্ষণাবেক্ষণ প্রয়োজন। টায়ার প্রেসার নিয়মিত যাচাই করা এবং সেগুলি নির্ধারিত সীমা পর্যন্ত রয়েছে কিনা তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি অবাঞ্ছিত সমস্যা এড়াতে টায়ারের গভীরতাও পরীক্ষা করা উচিত।