Kawasaki Ninja 650: ডিসেম্বরে নয়া বাইক কেনার উত্তম সুযোগ, ৪৫ হাজার টাকা দাম কমল কাওয়াসাকি নিনজার

Kawasaki-এর পক্ষ থেকে Ninja 650 মডেলে ৪৫ হাজার টাকা ছাড় দেওয়ার ঘোষণা করা হয়েছে। অফারটি চলবে ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত। হাতে সময় আর মাত্র ১৬ দিন।

Update: 2024-12-15 15:53 GMT

দারুন সুযোগ হাজির করল Kawasaki। জাপানি সংস্থার অন্যতম সেরা মেশিন Ninja 650 মডেলে মিলবে ৪৫ হাজার টাকা ছাড়। এই অফারটি সীমিত সময়ের জন্য পাওয়া যাবে বলে জানিয়েছে সংস্থা। ৩১ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত অফারটির লাভ তুলতে পারবেন। সংস্থা আরও জানিয়েছে, যতক্ষণ বাইকের স্টক থাকবে ততক্ষণ ৪৫ হাজার টাকা ছাড় পাওয়া যাবে।

বাজারে Kawasaki Ninja 650 এর দাম ৭.১৬ লাখ টাকা (এক্স-শোরুম)। ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ডিসকাউন্ট ভাউচার ব্যবহার করে ছাড়টি পেতে পারেন আগ্রহী ক্রেতারা। নিনজা ছাড়াও এদিন Z900 মডেলেও বিপুল ছাড় দেওয়ার ঘোষণা করেছে সংস্থা। যা এই মাস পর্যন্তই পাওয়া যাবে।

Kawasaki Ninja 650 : ইঞ্জিন ও ফিচার্স

এই বাইকে রয়েছে ৬৪৯ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা ৬৭ হর্সপাওয়ার এবং ৬৪ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ার। কাওয়াসাকির এই বাইকে রয়েছে একগুচ্ছ ফিচার্সও। পাওয়া যাবে LED লাইটিং, TFT কনসোল, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম এবং মোবাইল কানেক্টিভিটি।

নিনজা সিরিজের যতগুলি বাইক রয়েছে তার মধ্যে অন্যতম ৬৫০ মডেল। এই বাইকটির সর্বোচ্চ গতি ২১২ কিমি প্রতি ঘণ্টা। সামনে রয়েছে টেলিস্কপিক সাসপেনশন ও দুটি ডিস্ক ব্রেক এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন ও একটি ডিস্ক ব্রেক। ভারতে এই কাওয়াসাকি নিনজার সবথেকে বড় প্রতিপক্ষ Triumph Daytona 660।

প্রসঙ্গত, নিনজার মতো Kawasaki Z900 বাইকে ৪০ হাজার টাকা ছাড় দিচ্ছে সংস্থা। এই বাইকটির অফারও ৩১ ডিসেম্বর, যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ পাওয়া যাবে। নতুন বছর শুরু হওয়ার আগে পুরনো মডেলগুলি আকর্ষণীয় অফারের সঙ্গে দ্রুত খালি করতে চাইছে কাওয়াসাকি।

Tags:    

Similar News