Maruti Suzuki Price Hike: ২০২৫ থেকে দামি হচ্ছে মারুতির গাড়ি, মূল্যবৃদ্ধির বাজারে ফের চাপে মধ্যবিত্ত

সাধ্যের মধ্যে আর থাকবে না গাড়ির দাম। কারণ ভারতের বৃহত্তম গাড়ি সংস্থা মারুতি সুজুকি মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে ২০২৫ এর ১ জানুয়ারি থেকে সেই সিদ্ধান্ত লাগু হবে।

Update: 2024-12-06 14:46 GMT

গাড়ি বাজারে সবথেকে সস্তা চার চাকা বিক্রি করার জন্য পরিচিত মারুতি সুজুকি। যে কারণ ভারতে এই সংস্থার একচেটিয়ে ব্যবসা। কিন্তু, ২০২৫ এর জানুয়ারি থেকে আর সাধ্যের মধ্যে থাকবে না দাম। কারণ ১ জানুয়ারি মূল্যবৃদ্ধির ঘোষণা করেছে মারুতি সুজুকি। বছর গড়ালেই দামি হবে ব্যালেনো, সুইফটের মতো জনপ্রিয় সব চার চাকা।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, ৪ শতাংশ পর্যন্ত দাম বাড়াতে চলেছে মারুতি সুজুকি। কোন গাড়ির কত দাম বাড়বে তা নির্দিষ্ট করে জানা যায়নি। মডেলের উপর নির্ভর করবে এই মূল্যবৃদ্ধি। এদিন বিবৃতি দিয়ে সংস্থা জানিয়েছে, বাড়তে থাকা খরচ আয়ত্তের মধ্যে রেখে গ্রাহকদের উপর প্রভাব কমানোর চেষ্টা করা হলেও, বর্ধিত খরচের কিছু অংশ বাজারের উপর ছেড়ে দিতে বাধ্য হচ্ছে সংস্থা।

বর্তমানে, মারুতি সুজুকির হ্যাচব্যাক সেগমেন্টে ওয়াগন আর, সুইফট, সেলেরিও, অল্টো K10, এবং এস-প্রেসোর মত মডেল রয়েছে। SUV সেগমেন্টে সংস্থার জনপ্রিয় মডেল ব্রেজ্জা। আবার MPV সেগমেন্টে রয়েছে ইকো এবং আর্টিগা-এর মতো ফ্যামিলি কার। ইতিমধ্যে, ব্র্যান্ডের প্রিমিয়াম নেক্সা আউটলেটগুলিতে ইগনিস, ব্যালেনো, ফ্রনক্স, সিয়াজ, XL6, জিমনি এবং ইনভিক্টোর মতো মডেলগুলি দেশে বিক্রি হচ্ছে৷

এর আগে, Hyundai Motor India Limited তার মডেল রেঞ্জের গাড়িগুলির দাম বৃদ্ধির ঘোষণা করেছিল। এই মূল্যবৃদ্ধি ১ জানুয়াররি, ২০২৫ থেকে কার্যকর হবে৷ সংস্থাটি ঘোষণা করেছে, যে মডেলের উপর নির্ভর করে দেশে তার গাড়ির দাম। ২৫ হাজার টাকা পর্যন্ত এই দাম বৃদ্ধি করতে চলেছে হুন্ডাই।

Tags:    

Similar News