Bajaj Chetak EV: নতুন বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের দাম কত থাকবে, ফুল চার্জে ছুটবে কত কিমি দেখুন
২০ ডিসেম্বর Bajaj Chetak EV নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে। এর এক্স শোরুম দাম ৯৬,০০০ টাকা থেকে ১.২৯ লক্ষ টাকার মধ্যে রাখা হতে পারে।
দেশে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে Bajaj Chetak ইলেকট্রিক স্কুটার। এটি এখন দেশের সবচেয়ে বেশি বিক্রি হওয়া তিন মডেলের মধ্যে অন্যতম। কোম্পানি এই স্কুটারের বেশ কয়েকটি ভেরিয়েন্ট বিক্রি করছে। এখন আবার তারা পরবর্তী প্রজন্মের চেতক ইভি (Chetak EV) পোর্টফোলিওতে যুক্ত করতে চলেছে। চলতি মাসের ২০ ডিসেম্বর এই নতুন স্কুটারটি লঞ্চ হবে। সংস্থাটি এর জন্য মিডিয়া ইনভাইট পাঠাতে শুরু করেছে। এই স্কুটারটি একটি নতুন চ্যাসিস এবং বৃহত্তর বুট স্পেস সহ আসবে। তবে এর ডিজাইন হবে বর্তমান মডেলের মতোই। শুধু তাই নয়, এর দামও বর্তমান মডেলের মতোই থাকবে।
Bajaj Chetak EV আরও উন্নত ফিচার সহ আসবে
নতুন প্রজন্মের বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটার আরও উন্নত ফিচার অফার করবে। কারণ এর প্রতিদ্বন্দ্বী Ather Rizza, Ola S1 এবং TVS iQube স্কুটারে অত্যাধুনিক ফিচার পাওয়া যায়। ফলে প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলতে বাজাজ নতুন ইলেকট্রিক স্কুটারে বিভিন্ন সুবিধা অন্তর্ভুক্ত করতে পারে। এছাড়া জানা গেছে যে, এতে নতুন চ্যাসিস থাকবে। ফ্লোরবোর্ডের নীচ থেকে ব্যাটারি প্যাক সরানো হবে। যাতে এতে আরও বুট স্পেস পাওয়া যায়।
নতুন ব্যাটারি ইলেকট্রিক স্কুটারের পারফরম্যান্স বাড়াতে পারে। ফলে এটি ফুল চার্জে আরও বেশি পথ অতিক্রম করতে পারবে। বাজাজ চেতকের বর্তমানে মডেলগুলি ১২৩ থেকে ১৩৭ কিলোমিটার রেঞ্জ দেয়।
Bajaj Chetak EV এর দাম
২০ ডিসেম্বর বাজাজ চেতক নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ হবে। এর এক্স শোরুম দাম ৯৬,০০০ টাকা থেকে ১.২৯ লক্ষ টাকার মধ্যে রাখা হতে পারে।
কোম্পানি ৩ লক্ষেরও বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে
বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারটি ভারতীয় বাজারে ৩ লক্ষ ইউনিট বিক্রির মাইলফলক অতিক্রম করেছে। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত এর ৩,০৩,৬২১ ইউনিট বিক্রি হয়েছে।