ব্রেকে গন্ডগোলের আশঙ্কায় 7000 এর বেশি গাড়ি ফিরিয়ে নেবে Maruti, আপনারটা নেই তো?
ভারতের বৃহত্তম যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের Baleno RS-এর ৭,০০০-এর বেশি মডেল বাজার থেকে তুলে নেওয়ার কথা ঘোষণা করল। ইন্দো-জাপানি সংস্থাটির অকস্মাৎ এমন ঘোষণার কারণ কী? আসলে Maruti Suzuki Baleno RS-এর ব্রেকের ক্ষেত্রে সহায়ককারী ভ্যাকুয়াম পাম্পে গোলযোগ থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।
২০১৬ এর ২৭ অক্টোবর থেকে ২০১৯ সালের ১ নভেম্বর তারিখের মধ্যে উৎপাদিত সমস্ত Baleno RS ফিরিয়ে নেওয়া হবে।
Maruti Suzuki Baleno RS-এর ৭,০০০-এর বেশি মডেল বাজার থেকে ফিরিয়ে নেওয়া হবে
মারুতি সুজুকি জানিয়েছে, সমস্যা থাকতে পারে এমন গাড়ির মালিকদের সাথে নিকটবর্তী শোরুম থেকে যোগাযোগ করা হবে। এরপর গাড়ির বিকল যন্ত্রাংশটি বিনামূল্যে বদলে দেওয়া হবে। কোম্পানির বক্তব্য, “ভ্যাকুয়াম পাম্পে সমস্যা থাকার আশঙ্কা করা হচ্ছে। যা ব্রেকিং ফাংশনে সহায়তা করে।”
সংস্থাটির তরফে কোম্পানি জানিয়েছে, ২৪ জুন, ২০২২ থেকে ৭ জুলাই, ২০২২-এর মধ্যে নির্মিত ৬৭৬টি Ertiga ও XL6-এর কার্যকারিতা খতিয়ে দেখার জন্য একটি সার্ভিস ক্যাম্পেইন আয়োজন করা হবে। অনুমান করা হচ্ছে, এই গাড়িগুলির ফ্রন্ট ড্রাইভশ্যাফ্টে গলতি রয়েছে। যে কারণে গাড়ির ইঞ্জিন থেকে অদ্ভুত আওয়াজ নির্গত হচ্ছে। যদিও কার্যকারিতার এটি কোন প্রভাব ফেলেনি।
উল্লেখ্য, এ বছর জানুয়ারিতে ১৭,০০০-এর বেশি Alto K10, S-Presso, Eeco, Brezza, Baleno ও Grand Vitara প্রত্যাহারের কথা ঘোষণা করেছিল কোম্পানি। ৮ ডিসেম্বর, ২০২২ থেকে ১২ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে নির্মিত গাড়িগুলির এয়ার ব্যাগ কন্ট্রোলারে সমস্যা থাকায় সেগুলি বদলে দেওয়া হয়েছিল।
Maruti Suzuki Super Carry এর নতুন ভার্সন লঞ্চ
এসবের মাঝেই কোম্পানি সম্প্রতি তাদের মিনি পিকআপ ট্রাক Super Carry এর আপগ্রেডেড ভার্সন করেছে। যা ব্যবহারকারীকে উন্নত গুণগত মান এবং পারফর্মেন্স দিয়ে সন্তুষ্ট রাখবে বলে দাবি সংস্থার। এতে রয়েছে একটি ১.২ লিটার অ্যাডভান্সড কে-সিরিজ, ডুয়েলজেট, ডুয়েল ভিভিটি ইঞ্জিন। ফোর সিলিন্ডার ইঞ্জিন যুক্ত মারুতি সুজুকির মিনি ট্রাক Super Carry-এর পেট্রোল মডেল থেকে ৬,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৮০.৭ পিএস শক্তি এবং ২,৯০০ আরপিএম গতিতে ১০৪.৪ এনএম টর্ক উৎপন্ন হবে।