ইলেকট্রিক গাড়ি কি শীতকালে চালানোর জন্য উপযুক্ত? না ঘাবড়ে আসল সত্যিটা জানুন
অনেকেই মনে করেন শীতকালের জন্য উপযুক্ত না ইলেকট্রিক গাড়ি। কারণ ব্যাটারিতে প্রভাব পড়ে। তবে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এমন কোনও ব্যাখ্যা নেই। শীতকালেও উপযুক্ত ইলেকট্রিক গাড়ি।;
বরফ জমা রাস্তা বা ঠান্ডা আবহাওয়ায় ইলেকট্রিক গাড়ি চালানো অত্যন্ত সুরক্ষিত। অনেকেই অভিযোগ করেন, শীতে ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করা উচিত নয়। কিন্তু এটি সম্পূর্ণ ভুল। তাপমাত্রা কমলে গরমকালের তুলনায় শীতে ইলেকট্রিক গাড়ি চালানোর ইলেকট্রিক সুবিধা রয়েছে। পিচ্ছিল রাস্তায় নিরাপদ বলে মনে করা হয় ইলেকট্রিক গাড়িকে।
শীতকালে জ্বালানি ইঞ্জিন চালিত গাড়ির তুলনায় নিরাপদ ইলেকট্রিক গাড়ি। কারণ এই সময় ইভি ভালো টর্ক দেওয়ার পাশাপাশি দুর্দান্ত ট্র্যাকশন কন্ট্রোল প্রদান করে। যার ফলে গাড়ির চাকা স্পিন করে না। বরফ জমা পিচ্ছিল রাস্তায় চাকা স্পিন হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। কিন্তু, ইলেকট্রিক গাড়িতে সেটা হওয়ার সম্ভাবনা বেশ কম। তবে নিখুঁত ড্রাইভিং পেতে গেলে অল ওয়েদার টায়ার ব্যবহার করতে হবে।
এছাড়াও, পিচ্ছিল রাস্তায় ইলেকট্রিক গাড়ির ওয়ান-প্যাডেল প্রযুক্তি ড্রাইভার ব্রেক প্যাডেল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই ধরনের গাড়িতে থাকে রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেম, যা পুনরায় ব্যাটারিতে শক্তি পাঠিয়ে, গাড়ি স্লো করতে সাহায্য করে। ঢালু রাস্তায় গাড়ি চালানোর ক্ষেত্রে ড্রাইভারকে অতিরিক্ত নিয়ন্ত্রণ প্রদান করে এই সিস্টেম।
তবে সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে। গরমে যেমন উচ্চ তাপমাত্রা ব্যাটারিতে প্রভাব ফেলে, তেমনই শীতে তাপমাত্রা যদি অনেক কম হয় তাহলে ব্যাটারিতে প্রভাব পড়তে পারে। তবে এর মানে এই নয় যে, শীতকালে ইলেকট্রিক গাড়ি উপযুক্ত নয়। গবেষণায় দেখা গেছে, তাপমাত্রা কম হলে গাড়ির রেঞ্জ 46 শতাংশ কমে যায়। কিন্তু আজকাল উন্নতির প্রযুক্তি ফলে তার সমাধানও বেরিয়ে গিয়েছে।
এখনকার উন্নত ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম গাড়িকে যে কোনও পরিস্থিতি ও আবহাওয়ার জন্য উপযুক্ত করে তুলেছে। সময়ের সাথে সেই প্রযুক্তি পরিকাঠামো আরও উন্নত হবে বলে দাবি করেছে গাড়ি সংস্থাগুলি।