বিপুল ক্ষমতার অধীকার হয়েও ভালবাসতেন সাদামাটা জীবন, পুরনো মারুতি গাড়ি পছন্দ ছিল মনমোহনের

এখনকার বড় বড় নেতামন্ত্রীদের BMW, Mercedes গাড়িতেই বেশি দেখা যায়। কিন্তু, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পছন্দ ছিল আইকনিক Maruti 800 গাড়িটি। স্মৃতিচারণ করলেন উত্তরপ্রদেশের মন্ত্রী অসীম অরুন।;

Update: 2024-12-27 18:13 GMT

দেশের একাধিক দফতর সামলেছেন তিনি। অর্থনৈতিক পরিকল্পনায় তাঁর ভূমিকা ছিল অনন্য। বৃহস্পতিবার প্রয়াত হন তিনি। এদিন তাঁর সম্পর্কে স্মৃতিচারণ করেন উত্তর প্রদেশের মন্ত্রী অসীম অরুন। তিনি বলেন, তাঁর প্রিয় গাড়ি ছিল Maruti 800। প্রধানমন্ত্রী হিসাবে কাজ করার সময়ও, বিলাসবহুল বিএমডব্লিউ-এর বদলে এই গাড়ি চড়তে ভালোবাসতেন তিনি।

একটা সময় মধ্যবিত্তের কাছে বিলাসবহুল গাড়ি বলতে মারুতি 800 সবথেকে বেশি জনপ্রিয় ছিল। সময়ের স্রোতে সেই গাড়ি এখন ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। নেতামন্ত্রীদের এখন ঝাঁ চকচকে অত্যাধুনিক বৈশিষ্ট্য-সহ গাড়িতেই দেখা যায়। কিন্তু, মনমোহন সিংয়ের কাছে এই গাড়ির মর্ম ছিল আলাদা। এটি মধ্যবিত্তের সাথে তাঁর সংযোগ এবং সাধারণ মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করত।

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সম্পর্কে অজানা তথ্য দিলেন অসীম অরুন। যিনি স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) অফিসার হিসাবে তাঁর মেয়াদে প্রায় তিন বছর ধরে মনমোহন সিংয়ের ঘনিষ্ঠ সুরক্ষা অফিসার হিসাবে কাজ করেছিলেন। প্রধানমন্ত্রীর জন্য এসপিজির ক্লোজ প্রোটেকশন টিমের (সিপিটি) প্রধান হিসেবে তাঁর ভূমিকার কথা স্মরণ করে, ড. মনমোহন সিং-এর সাথে তিনি যে সম্পর্ক ভাগ করেছিলেন তার বর্ণনা দিয়েছেন।

তাঁর কথায়, মনমোহন সিং তাঁকে বলেছিলেন, "অসীম, আমি এই গাড়িতে (বিএমডব্লিউ) ভ্রমণ করতে পছন্দ করি না। আমার গাড়িটি মারুতি।" তিনি আরও জানান, প্রাক্তন প্রধানমন্ত্রীকে হাই-টেক বিএমডব্লিউ-এর সুরক্ষা প্রয়োজনীয়তাগুলি ব্যাখ্যা করলেও, তাঁর দৃষ্টি সর্বদা মারুতি সুজুকি 800 এর দিকে ঘুরতো।

তিনি বলেন, "এটা মনে হয়েছিল যেন তিনি একজন মধ্যবিত্ত মানুষ হিসাবে তাঁর পরিচয় এবং সাধারণ মানুষের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি পূরণ করছেন। যদিও বিএমডব্লিউ প্রধানমন্ত্রীর অবস্থানের মহিমার প্রতীক হতে পারে, তবে মনে মনে তিনি মারুতিকে তাঁর গাড়ি হিসাবে দেখেছিলেন।

Tags:    

Similar News