এবার রোজগার হবে দ্বিগুণ, টোটো চালকদের জন্য সুখবর

নতুন ইলেকট্রিক রিকশা Tanga Butterfly এবং Tanga SS লঞ্চ করল Zelio Ebikes। ফুল চার্জে যেতে পারে 100 কিলোমিটার এবং সর্বোচ্চ গতি 30 কিমি প্রতি ঘণ্টা।;

Update: 2024-12-28 10:22 GMT

এদিন দুটি ইলেকট্রিক রিকশা লঞ্চ করল Zelio Ebikes। নাম Tanga Butterfly এবং Tanga SS। গত নভেম্বরে নতুন দিল্লিতে EV India Expo অনুষ্ঠানে এই দুটি ইলেকট্রিক রিকশা সামনে আনে কোম্পানিটি। দুটি মডেলের দাম যথাক্রমে : 1.45 লাখ এবং 1.40 লাখ টাকা। ফুল চার্জে রেঞ্জ দিতে পারে 100 কিলোমিটার।

ব্যাটারি, রেঞ্জ এবং ফিচার্স

মাঝারি স্টিল দিয়ে তৈরি Tanga Butterfly রিকশার বডি। আর স্টেনলেস স্টিল দিয়ে তৈরি Tanga SS এর বডি। দুই রিকশারই সর্বোচ্চ গতি 30 কিমি প্রতি ঘণ্টা। ফুল চার্জে দিতে পারে 100 কিলোমিটার রেঞ্জ। এতে রয়েছে 1200 ওয়াটের ইলেকট্রিক মোটর এবং 135 অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি, যা ফুল চার্জ করতে সময় নেয় 8 ঘণ্টা।

দুই ইলেকট্রিক রিকশার দু’প্রান্তে রয়েছে ড্রাম ব্রেক। আরামদায়ক যাত্রার জন্য সামনে উপস্থিত টেলিস্কপিক হাইড্রলিক সাসপেনশন এবং পিছনে রয়েছে লিফ স্প্রিং। বর্তমানে ই-রিকশাগুলির তুলনায় একগুচ্ছ ফিচার্স রয়েছে এতে। মিলবে FM রেডিয়ো, দুটি স্পিকার, LED লাইটিং, বোতল হোল্ডার, ফার্স্ট এড কিট এবং অগ্নিনির্বাপক যন্ত্র।

লঞ্চের বিষয়ে ZELIO Ebikes-এর সহ-প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর কুণাল আর্য বলেছেন, "আমরা টু-হুইলার বাজার থেকে আমাদের দক্ষতাকে ই-রিকশা স্পেসে নিয়ে আসতে পেরে উত্তেজিত। ই-রিকশা একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতিনিধিত্ব করে ভারতের ক্রমবর্ধমান ইভি ইকোসিস্টেমে। টাঙ্গা বাটারফ্লাই এবং টাঙ্গা এসএসের সাথে প্রয়োজনীয় লাস্ট-মাইল সংযোগ পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, “আমাদের বিশ্বাস নতুনত্ব এবং স্থায়িত্ব ZELIO-কে একটি বিশ্বস্ত নাম করে তুলেছে। এই মডেলগুলিকে পোর্টফোলিও প্রসারিত করার পাশাপাশি এগুলি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে নিরাপত্তা, কর্মক্ষমতা এবং আরামের সর্বোচ্চ মান পূরণ করা যায়। আমাদের লক্ষ্য হল ZELIO গাড়ির প্রতিটি যাত্রা পরিবেশবান্ধব এবং নির্ভরযোগ্য করে তোলা। এবং, ভারতের বৈদ্যুতিক গতিশীলতার ভবিষ্যতে অবদান রাখার বিষয়টি নিশ্চিত করা।”

Tags:    

Similar News