সূর্যের আলো থেকে শক্তি নিয়ে ছুটবে গাড়ি! আগামী বছরের মধ্যে আসতে চলেছে বাজারে
সৌরশক্তি চালিত গাড়ি বানিয়ে তাক লাগিয়েছে পুনের Vayve Mobility। প্রথম ভারতীয় সংস্থা হিসাবে এই আধুনিক প্রযুক্তি সম্পন্ন গাড়ি বানিয়েছে তারা। সূর্যের শক্তি থেকে চার্জ হবে গাড়ি। ফুল চার্জে যাবে 250 কিলোমিটার।;
পুনের Vayve Mobility বাজারে আনতে চলেছে ভারতের প্রথম সৌরশক্তি চালিত গাড়ি। Bharat Mobility Expo 2025 অনুষ্ঠানে গাড়িটি উন্মোচন করবে সংস্থাটি। সৌরশক্তি চালিত এই গাড়ির নাম রাখা হয়েছে Eva। এটি 2023 সালে Auto Expo অনুষ্ঠানে প্রথম উদ্বোধন করা হয়। আগামী মাসে ভারত মোবিলিটি অনুষ্ঠানে যে গাড়িটি দেখানো হবে, সেটি Eva- এর আপডেট সংস্করণ হবে বলে জানিয়েছে সংস্থা।
সীমিত পার্কিং এবং পরিবেশ দূষণের মতো সমস্যা থেকে মুক্তি দিতে ডিজাইন করা হয়েছে গাড়িটি। গ্রাহকদের ইকো-ফ্রেন্ডলি সমাধান দেবে গাড়িটি। চার্জিং স্টেশনের বাইরে লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না। সরাসরি সূর্যের শক্তি থেকে চার্জ হবে ব্যাটারি। গাড়ির উপর থাকবে একটি সৌর প্যানেল। যাতে শহরের মধ্যে নিশ্চিন্তে যাতায়াত করা যায়, সেই কথা মাথায় রেখে কম্প্যাক্ট ডিজাইন রাখা হয়েছে গাড়িতে।
সৌরচালিত গাড়ি Eva : স্পেসিফিকেশন
সংস্থার দাবি অনুযায়ী, গাড়ির রেঞ্জ একবার চার্জে 250 কিলোমিটার। সৌরশক্তির উপর ভর করে বছরে 3,000 কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে। এতে থাকবে উচ্চ ভোল্টেজ প্রযুক্তি, ফলে ফাস্ট চার্জিংয়ের সুবিধা পাওয়া যাবে। পুনের এই স্টার্টআপ সংস্থা দাবি করেছে, যে মাত্র 5 মিনিটে 50 কিলোমিটার রেঞ্জ যুক্ত করতে পারে গাড়িটি।
এই চার চাকা 0-40 কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেবে 5 সেকেন্ড এবং সর্বোচ্চ গতি 70 কিমি প্রতি ঘণ্টা। সংস্থার আরও দাবি, পেট্রল গাড়িতে যেখানে প্রতি কিমি যেতে 5 টাকা খরচ হয়, সেখানে এই গাড়িতে প্রতি কিমি যেতে খরচ হবে 50 পয়সা। যাঁরা প্রতিদিন 35 কিলোমিটারের মধ্যে যাতায়াত করেন তাঁদের জন্য আদর্শ হতে পারে এই গাড়ি, এমনটা দাবি করেছে Vayve Mobility।
ফিচারের দিক থেকে স্মার্টফোন কানেক্টিভিটি, রিমোট মনিটরিং, OTA আপডেট ইত্যাদি একাধিক সুবিধা থাকবে বলে জানা গিয়েছে। যদিও গাড়ির দাম এখনও প্রকাশ করেনি সংস্থা। 2025 সালে গাড়িটি আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হলে দাম ও অন্যান্য ফিচার্স বিস্তারিত জানা যাবে।