অবিশ্বাস্য গতি! ইলেকট্রিক গাড়ির প্রচলিত ধ্যানধারণা ভেঙে দিচ্ছে MG Cyberster EV

MG এর নতুন ইলেকট্রিক গাড়ি Cyberster এর গতি শুনলে চক্ষু চড়কগাছ হবে। 0-100 কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে এটি সময় নেয় মাত্র 3. 2 সেকেন্ড। রয়েছে তাক লাগানো সব ফিচার্স।;

Update: 2024-12-28 10:31 GMT

এদেশে তাদের চতুর্থ ইলেকট্রিক গাড়ি লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে MG Motor ইন্ডিয়া। এটির নাম MG Cyberster EV। ইতিমধ্যে গাড়িটি উন্মোচন করা হয়ে গিয়েছে। জানুয়ারিতে বাজারে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হতে পারে সাইবারস্টার। আগামী মাসে Bharat Mobility Show- তে গাড়ির উপর থেকে পর্দা সরাতে পারে মরিস গ্যারাজ। এটি ভারতে কোম্পানির প্রথম হাই-পারফরম্যান্স ইলেকট্রিক স্পোর্টস কার হতে চলেছে।

যদিও গাড়িটি ভারতে উৎপাদন করা হবে না। দেশের বাইরে এটি তৈরি করা হবে। ফলে প্রিমিয়াম দামে এটি দেশের বাজারে দেখা যেতে পারে। গাড়িতে রয়েছে একগুচ্ছ আকর্ষণীয় বৈশিষ্ট্য। গতি শুনলে থ হয়ে যাবেন আপনিও।

MG Cyberster ইভির ফিচার্স ও স্পেসিফিকেশন

গাড়িতে রয়েছে 77 কিলোওয়াট ব্যাটারি । সঙ্গে যুক্ত দুটি অয়েল কুল্ড ইলেকট্রিক মোটর। গাড়িটি সর্বোচ্চ 510 হর্সপাওয়ার এবং 725 এনএম টর্ক উৎপন্ন করতে পারে। এই ইলেকট্রিক অল হুইল ড্রাইভ সুবিধার সঙ্গে উপলব্ধ। মাত্র 3.2 সেকেন্ডে 0-100 কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে পারে।

কোম্পানির দাবি অনুযায়ী, ফুল চার্জে গাড়ির CLTC রেঞ্জ 580 কিলোমিটার। গাড়িতে বিশেষ ফিচার্স হিসাবে রয়েছে ওয়্যারলেস অ্যাপল কারপ্লে, অ্যান্ড্রয়েড অটো, ইন-বিল্ট 5G, কানেক্টটেড কার টেক, ওয়্যারলেস চার্জিং, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, ভেন্টিলেটেড সিট এবং প্রিমিয়াম BOSE অডিয়ো সিস্টেম।

সুরক্ষার জন্য রয়েছে রিজেনারেটিভ ব্রেকিং, একাধিক এয়ারব্যাগ এবং লেভেল 2 অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)। উচ্চ গতির কারণে আরও ভালো স্থিতিশীলতার জন্য সামনে ডাবল-উইশবোন সাসপেনশন এবং পিছনের পাঁচ-লিঙ্ক স্বাধীন সাসপেনশন রয়েছে।

MG Cyberster EV: সম্ভাব্য দাম

MG Cyberster এর দাম হতে পারে 75 লক্ষ থেকে 80 লক্ষ টাকা (এক্স-শোরুম)। ইলেকট্রিক গাড়ির বাজারে ভারতে এর কোনো সরাসরি প্রতিদ্বন্দ্বী থাকবে না। দেশের ক্রমবর্ধমান ইলেকট্রিক গাড়ির বাজারে এটি ইউনিক ইভি মডেল হিসাবে পরিচিতি গড়ে তুলতে পারে।

Tags:    

Similar News