Hero Destiny 125: হিরো আনছে দুর্দান্ত স্কুটার, ব্লুটুথ ও নেভিগেশন সহ থাকবে একগুচ্ছ ফিচার
হিরো মোটোকর্প 2025 ইন্ডিয়া মোবিলিটি এক্সপোতে তাদের নতুন স্কুটার Hero Destiny 125 এর দাম ঘোষণা করতে পারে। স্কুটারটি 2024 সালে লঞ্চ হওয়ার কথা ছিল, তবে 2025 ইন্ডিয়া মোবিলিটি এক্সপোতে এর উপর থেকে পর্দা সরানো হবে বলে অনুমান করা হচ্ছে। চলুন Hero Destiny 125 সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে জেনে নেওয়া যাক।
নতুন ডিজাইন এবং দুর্দান্ত লুক
নতুন হিরো ডেস্টিনি 125 ব্র্যান্ড নিউ ডিজাইন সহ আসবে। এটিতে অ্যাডভান্স এবং রেট্রো ডিজাইনের দুর্দান্ত মিশ্রণ দেখা যাবে। এই স্কুটারে পাওয়া যাবে নতুন এলইডি হেডলাইট ও সাইড প্যানেল। এর টপ এন্ড ভ্যারিয়েন্ট ব্ল্যাক শেড সহ আসবে।
দারুণ সব ফিচার
ফিচারের দিক থেকে নতুন হিরো ডেস্টিনি 125 মডেলে থাকবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি এবং নেভিগেশন। 125 সিসি ইঞ্জিনটি 7,000 আরপিএমে 9 বিএইচপি এবং 5,500 আরপিএমে 10.4 এনএম টর্ক উৎপন্ন করবে। এই ইঞ্জিনটি সিভিটি গিয়ারবক্সের সাথে আসবে।
দুর্দান্ত ব্রেকিং সিস্টেম
স্কুটারে হিরো জুমের মতোই অ্যালয় হুইল থাকবে। ব্রেকিংয়ের কথা বললে, এর সামনের দিকে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক পাওয়া যাবে। আর এর এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টে সামনের দিকে ড্রাম ব্রেক মিলবে।
দাম এবং প্রতিযোগিতা
হিরো ডেস্টিনি 125 এর দাম 80,000 টাকা থেকে 85,000 টাকার মধ্যে রাখা হবে বলে আশা করা হচ্ছে। এই স্কুটারটি বাজারে সুজুকি অ্যাক্সেস 125 এবং টিভিএস জুপিটার 125 এর সাথে প্রতিযোগিতা করবে।