বড়দিনের আগে বড় অফার, Piaggio Vespa স্কুটারে মিলছে ১৩ হাজার টাকা ছাড়

ইয়ার-এন্ড অফার হিসাবে Piaggio তাদের Vespa এবং Aprilia স্কুটারগুলিতে ১৩ হাজার টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই অফার থাকবে সীমিত সময়ের জন্য।

Update: 2024-12-10 08:08 GMT

ইয়ার-এন্ড অফারের ঘোষণা করল Piaggio। এই অফারের অংশ হিসাবে Vespa এবং Aprilia স্কুটারগুলিতে ১৩,০০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। তবে এই অফার থাকবে সীমিত সময়ের জন্য। ডিসকাউন্ট অফারটি ২৫ ডিসেম্বর, ২০২৪ অর্থাৎ বড়দিন পর্যন্ত পাওয়া যাবে। গ্রাহকরা ৩ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে কেনা Vespa এবং Aprilia উভয় স্কুটারেই অফারটি পেতে পারেন। তবে প্রতিটি স্কুটার মডেলের উপর নির্দিষ্ট কত ডিসকাউন্ট রয়েছে, তা বিশদ প্রকাশ করেনি কোম্পানি।

এই মুহূর্তে, কোম্পানির পাঁচটি Vespa এবং পাঁচটি Aprilia স্কুটার রয়েছে, যা বর্তমানে ভারতে বিক্রির জন্য উপলব্ধ। ডিসকাউন্টের পরিমাণ সম্পর্কে সুনির্দিষ্ট বিষয়ে কোন তথ্য প্রকাশ করা হয়নি। এই ১৩ হাজার টাকার ডিসকাউন্ট সম্পূর্ণ নগদ ছাড় হতে পারে বা বিনামূল্যে বীমা বা বিনিময় অফারও হতে পারে বলে মনে করা হচ্ছে। খেয়াল করার বিষয়, অফারগুলি মডেল এবং ডিলারশিপের অবস্থানের উপর ভিত্তি করে আলাদাও হতে পারে।

ডিসেম্বরে দেশে অনেকেই নতুন একটি টু-হুইলার কেনার পরিকল্পনা করেন। বছরের শেষের ডিসকাউন্টের অংশ হিসাবে, আপনি এই সময়ে কম দামে টু-হুইলারগুলি বাড়ি আনতে পারেন। তবে, কেনার আগে ডিসকাউন্টের সম্পূর্ণ বিবরণ যাচাই করা উচিত।

Piaggio-এর স্কুটার মডেল রেঞ্জে বছর শেষের ডিসকাউন্টের ঘোষণার পাশাপাশি, Aprilia RS 457-এর দাম ১ জানুয়ারি, ২০২৫ থেকে বাড়ানো হবে বলে জানিয়েছে কোম্পানি। নতুন বছরে বাইকের এক্স-শোরুম দাম ১০,০০০ টাকা বৃদ্ধি পাবে। এর মানে RS 457-এর নতুন এক্স-শোরুম দাম হবে ৪,২০,০০০ টাকা। বর্তমানে বাইকটি ৫,০০০ টাকা ছাড়ের সঙ্গে পাওয়া যাচ্ছে। এই অফারটি ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বৈধ থাকবে।

Tags:    

Similar News