Suzuki Motorcycle Discount: সুজুকির বাইকে ব্যাপক ছাড়, ২৫,০০০ টাকা সস্তায় কিনে ফেলুন নিজের পছন্দের মডেল
ডিসেম্বরে একাধিক বাইকের উপর দারুণ ছাড় দিচ্ছে সুজুকি। মার্কেট প্রাইসের থেকে কম দামে মিলছে Gixxer, V-Strom SX এর মতো বাইক। কবে অবধি অফার থাকবে জেনে নিন।
একাধিক মোটরসাইকেলের উপর ছাড়ের ঘোষণা করল সুজুকি। বছর শেষ হওয়ার আগে ক্রেতাদের আকৃষ্ট করতে নয়া অফার নিয়ে হাজির হয়েছে জাপানি সংস্থাটি। এই অফারের অধীনে থাকছে ক্যাশব্যাক, এক্সচেঞ্জ ইনসেন্টিভ এবং এক্সটেন্ডেড ওয়ারেন্টি। Gixxer, Gixxer SF এবং V-Storm SX বাইকের উপর থাকছে এই সমস্ত অফার। তবে সীমিত সময়ের জন্য এই ছাড় ও এক্সটেন্ডেড ওয়ারেন্টি পাওয়া যাবে।
সুজুকির বাইকে একগুচ্ছ অফার
Suzuki V-Storm SX মোটরসাইকেলের উপর ১০ হাজার টাকা এক্সচেঞ্জ ইনসেন্টিভ পাওয়া যাবে। সঙ্গে মিলবে ১৫ হাজার টাকা ক্যাশব্যাক। Gixxer এবং Gixxer SF মডেলে মিলবে ১০ হাজার টাকা এক্সচেঞ্জ অফার। ক্যাশব্যাক রয়েছে ১২ হাজার টাকা পর্যন্ত। Gixxer 250 এবং Gixxer 250 SF বাইকের উপর সর্বাধিক ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়া যাবে।
উল্লেখিত সমস্ত বাইকে মিলবে ১০ বছর পর্যন্ত ওয়ারেন্টি বাড়ানোর সুযোগ। সঙ্গে থাকছে দামের ১০০ শতাংশ অর্থায়নের সুবিধা। অফার সম্পর্কে বিশদে জানতে সুজুকির নিকটবর্তী শোরুমে যোগাযোগ করতে পারেন। প্রসঙ্গত, সম্প্রতি ২৪ ঘণ্টার মধ্যে সবথেকে দীর্ঘ ভ্রমণ প্রতিযোগিতায় দারুণ সাফল্য পেয়েছে Gixxer SF 150 এবং Gixxer SF 250 বাইক। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে জায়গা করে নিয়েছে এই দুটি মোটরসাইকেল।
সুজুকি V-Storm SX ও Gixxer বাইকগুলির দাম
সুজুকি জিক্সার ১৫৫ রেঞ্জের বাইকগুলির দাম রয়েছে ১.৩৫ লাখ টাকা থেকে ১.৪৬ লাখ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে, জিক্সার ২৫০ সিরিজের বাইকগুলির দাম ১.৮১ লাখ টাকা থেকে ২.০৬ লাখ টাকা (এক্স-শোরুম)। সুজুকি ভি-স্ট্রম এসএক্স মোটরসাইকেলের দাম ২.১৪ লাখ টাকা (এক্স-শোরুম)।