পুরনো গাড়ির ভাল দাম কীভাবে পাবেন? যে টিপস মানলে এক চান্সে মোটা টাকা হাতে আসবে

ভারতে বেশ বড় স্তরে ছড়িয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার। প্রচুর মানুষ তাদের প্রথম গাড়ি এখান থেকেই কেনেন। আবার একাধিক বিক্রেতা ভালো ক্রেতার সন্ধানে থাকেন, যারা ভালো দাম দিতে পারবেন। তবে এর জন্য মেনে চলতে হবে কয়েকটি টিপস।

Update: 2024-12-10 07:11 GMT

Car Resale Value Increase

গত কয়েক বছরে দেশে ব্যাপক বৃদ্ধি পেয়েছে সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজার। এমনকী এটি নতুন গাড়ির বাজারকেও ছাপিয়ে গিয়েছে। সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারে অনেক বিক্রেতা ভালো দামের আশায় থাকেন। সেই দাম তখনই পাওয়া যাবে, যখন গাড়ির নির্দিষ্ট কয়েকটি জিনিস ঠিক থাকবে। কী কী বিষয়ে নজর দিলে এক চান্সে গাড়ি বিক্রি হতে পারে জানুন।

পরিষ্কার ইন্টিরিয়র ও এক্সটিরিয়র

গাড়ির কেবিন থাকতে হবে পরিষ্কার। কোনও নোংরা, ভাঙা পার্টস রাখা চলবে না। ইন্টিরিয়রের পাশাপাশি এক্সটিরিয়রও থাকতে হবে চকচকে। কারণ প্রথম ইমপ্রেশনই শেষ ইমপ্রেশন। গাড়ি যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই আকৃষ্ট হবেন ক্রেতারা।

মেইনটেনেন্স শিডিউল

সঠিক সময় ইঞ্জিন অয়েল পরিবর্তন, কুল্যান্ট টপ-আপ, জ্বালানি ফিল্টার, AC ফিল্টার যাচাই করা উচিত। এই মেইনটেনেন্স শিডিউল বজায় রাখলে গাড়ি ভালো আকারে থাকবে। এবং, ক্রেতার নজরেও আসবে এই পরিবর্তনগুলি। ফলস্বরূপ গাড়ি বিক্রি হওয়ার সম্ভাবনাও বাড়বে।

ছোট মেরামতি

গাড়িতে অনেক ছোট ছোট স্ক্র্যাচ বা ভাঙা পার্টস থেকে যায়, যা অদেখা করেন অধিকাংশ বিক্রেতা। ক্রেতাকে গাড়ি দেখানোর আগে এই ছোট ছোট সমস্যাগুলি দ্রুত মেরামত করে নিতে হবে।

আসল পার্টস ব্যবহার

খরচ বাঁচানোর জন্য প্রায় ডুপ্লিকেট বা কম দামি পার্টস ব্যবহার করে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। অনেক ক্রেতা আছেন যারা সেটি ধরে ফেলেন। তাই আসল কোম্পানির পার্টস ব্যবহার করা উচিত। এগুলি গাড়ির দাম নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাড়তি ফিচার্স ও কাগজপত্র

গাড়িতে যদি বাড়তি কোনও ফিচার্স বসিয়ে থাকেন বা যে ফিচার্সগুলি সেগুলি আপডেট করে থাকেন, তাহলে বোনাস পয়েন্ট পাবেন। এর পাশাপাশি চার চাকার সমস্ত কাগজপত্র প্রস্তুত রাখা উচিত। উপরোক্ত বিষয়গুলি মেনে চললে ভালো দামে বিক্রি হতে পারে সেকেন্ড হ্যান্ড গাড়ি।

Tags:    

Similar News