Ultraviolette F77 Mach 2: বর্ষ শেষে বাম্পার অফার, ১৪ হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে এই দুর্ধর্ষ ইলেকট্রিক বাইকে

সম্প্রতি Ultraviolet F99 দ্রুতগামী ভারতীয় মোটরসাইকেলের রেকর্ড ভেঙেছে। ১ জানুয়ারি থেকে বাড়তে চলেছে F77 Mach 2 ইলেকট্রিক বাইকের দাম। তার আগে ১৪ হাজার টাকা ছাড় দিচ্ছে সংস্থা।

Update: 2024-12-08 08:25 GMT

ইয়ার-এন্ড অফার হিসাবে মোটা টাকা ছাড় দেওয়ার ঘোষণা করল ইলেকট্রিক বাইক সংস্থা Ultraviolet। এই সংস্থার Mach 2 এবং Mach 2 Recon, এই দুই মডেলের দামে ১৪,০০০ টাকা পর্যন্ত বেনিফিট পাওয়া যাচ্ছে। অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তারপর ১ জানুয়ারি থেকে বাড়বে বাইকের দাম। নতুন বছরের ৫ শতাংশ পর্যন্ত ইলেকট্রিক বাইকের দাম বৃদ্ধি করার ঘোষণা করেছে আলট্রাভায়োলেট।

এই মুহূর্তে বাজারে Ultraviolet F77 Mach 2 মডেলের দাম ২.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। বাইকের নির্দিষ্ট কয়েকটি ভ্যারিয়েন্টে দাম পরিবর্তন করা হবে। বাড়তে থাকা উৎপাদন খরচ ঠেকাতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা। চলুন Mach 2 মডেলের কিছু উল্লেখযোগ্য স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Ultraviolet F77 Mach 2 : ফিচার্স ও স্পেকস

এই ইলেকট্রিক মোটরসাইকেল সর্বাধিক ৪০ হর্সপাওয়ার এবং ১০০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ২.৮ সেকেন্ড। বাইকে রয়েছে ১০.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটি। সিঙ্গেল চার্জে ৩২৩ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। বাইকে ফিচার্স রয়েছে LED লাইটিং, TFT ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, একাধিক রাইডিং মোড, সুইচেবেল ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি।

দ্রুতগামী বাইকের রেকর্ড ভাঙল Ultraviolet F99

দ্য ভ্যালি রান ট্র্যাক ভারতীয় মোটরসাইকেল হিসাবে ‘Fastest Quarter Mile’ এর তকমা পেয়েছে F99। মাত্র ১০.৭১২ সেকেন্ডে এই রেকর্ড অর্জন করেছে ইলেকট্রিক বাইকটি। সংস্থার দাবি, ৪০০ ভোল্ট ব্যাটারি আর্কিটেকচার, লিকুইড কুল্ড ড্রাইভট্রেন, কার্বন ফাইবার ব্যাটারি প্যাক এবং নতুন প্রজন্মের ইলেকট্রিক সরঞ্জাম দিয়ে তৈরি এই বাইক। ০ থেকে ১০০ কিমি প্রতি ঘণ্টা মাত্র ৩ সেকেন্ড এবং ০ থেকে ২০০ কিমি প্রতি ঘণ্টা গতি মাত্র ১০ সেকেন্ডে স্পর্শ করতে পারে F99।

Tags:    

Similar News