ক্রেটা, গ্র্যান্ড ভিটারা, কিয়া সেলটস গাড়িকে টেক্কা দেওয়া এই SUV এখন 2 লক্ষ টাকা পর্যন্ত সস্তা

ডিসেম্বরে 1.0-লিটার TSI ইঞ্জিনের MY 2024 Volkswagen Taigun গাড়ির সাথে 1.50 লক্ষ টাকা ক্যাশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও ভক্সওয়াগেন টাইগানের অন্যান্য ভ্যারিয়েন্টেও বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

Update: 2024-12-07 11:10 GMT

ভারতীয় ক্রেতাদের মধ্যে মাঝারি সাইজের এসইউভি গাড়ির চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই সেগমেন্টে হুন্ডাই ক্রেটা, টয়োটা হাইরাইডার, মারুতি সুজুকি গ্র্যান্ড ভিটারা, কিয়া সেলটস এবং ভক্সওয়াগেন তাইগুনের মতো এসইউভি রয়েছে। আপনিও যদি আগামী কয়েক দিনের মধ্যে একই ধরনের এসইউভি নেওয়ার পরিকল্পনা করে থাকেন তবে MY 2024 Volkswagen Taigun কিনতে পারেন। ডিসেম্বর মাসে এর উপর 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

Volkswagen Taigun গাড়িতে ডিসকাউন্ট অফার

ডিসেম্বরে 1.0-লিটার TSI ইঞ্জিনের MY 2024 Volkswagen Taigun গাড়ির সাথে 1.50 লক্ষ টাকা ক্যাশ ছাড় দেওয়া হচ্ছে। এছাড়াও ভক্সওয়াগেন টাইগানের অন্যান্য ভ্যারিয়েন্টেও বাম্পার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। অটোকার ইন্ডিয়ায় রিপোর্ট অনুসারে, ক্যাশ ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্ট মিলিয়ে গাড়িটি 2 লক্ষ টাকা কমে কেনা যাবে। অফার সম্পর্কে বিস্তারিত জানতে ক্রেতারা নিকটস্থ ডিলারশিপের সাথে যোগাযোগ করতে পারেন।

ইঞ্জিন

পাওয়ারট্রেন সম্পর্কে বললে গাড়িটি 2 টি ইঞ্জিন বিকল্পে পাওয়া যায়। প্রথমটিতে আছে 1.0-লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন যা সর্বোচ্চ 115 বিএইচপি পাওয়ার এবং 175 এনএম পিক টর্ক উৎপাদন করতে সক্ষম। অন্যটিতে রয়েছে 1.5 লিটার টার্বো পেট্রোল ইঞ্জিন, যা সর্বোচ্চ 150 বিএইচপি পাওয়ার এবং 250 এনএম পিক টর্ক উৎপন্ন করতে সক্ষম।

গাড়িতে রয়েছে 6 টি এয়ারব্যাগ সেফটি

ভক্সওয়াগন টাইগানের ভিতরে 10.1 ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, 8 ইঞ্চি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, কানেক্ট কার টেক, সানরুফ, অটো ক্লাইমেট কন্ট্রোল এবং ওয়্যারলেস অ্যান্ড্রয়েড ও অ্যাপল কারপ্লে কানেক্টিভিটির মতো ফিচার দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার জন্য গাড়িটিতে রয়েছে 6টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এবং রিয়ার পার্কিং ক্যামেরা। ভক্সওয়াগন টাইগানের দাম 11.70 লক্ষ টাকা থেকে 19.74 লক্ষ টাকা পর্যন্ত রাখা হয়েছে।

Tags:    

Similar News