Yamaha Aerox Alpha: বাইকের মতো দেখতে অনবদ্য স্কুটার আনল ইয়ামাহা, ফিচার্স শুনলে থ হয়ে যাবেন!
Yamaha Aerox Alpha এডিশনে নতুন ফিচার্স এবং কসমেটিক পরিবর্তন করা হয়েছে। এখন দেখার বিষয় ভারতে এই স্কুটার লঞ্চ করে কিনা ইয়ামাহা।
বাজারে প্রকাশ হল নতুন Yamaha Aerox Alpha। স্কুটারের লাইনআপে এটি কোম্পানির নতুন সংযোজন। একাধিক ফিচার্স ও নতুন ডিজাইন-সহ ইন্দোনেশিয়ার মার্কেটে হাজির হয়েছে স্কুটারটি। তবে এটি ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও নিশ্চিত করেনি কোম্পানি। যদিও সম্প্রতি দেশে লঞ্চ হয়েছে Aerox এর নতুন S ভ্যারিয়েন্ট।
Yamaha Aerox Alpha : নতুন কী রয়েছে?
স্কুটারের ইনস্ট্রুমেন্ট ক্লাসটারের জন্য নতুন TFT স্ক্রিন যোগ করেছে কোম্পানি। মিলবে ট্র্যাকশন কন্ট্রোল এবং এমার্জেন্সি স্টপ সিগন্যাল। এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে পাওয়া যাবে ব্লুটুথ কানেক্টিভিটি এবং টার্ন-বাই-টার্ন নেভিগেশন। রয়েছে তিনটি রাইডিং মোড। দেশের বাজারে যে Aerox বিক্রি হয়, তার তুলনায় আরও আক্রমণাত্মক লুকের সঙ্গে হাজির হয়েছে আলফা এডিশন।
স্কুটারে যোগ করা হয়েছে ডুয়াল LED প্রোজেক্টর। পিছন দিকে রয়েছে নতুন ডিজাইন করা LED টেল ল্যাম্প। এই স্কুটার চারটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে কোম্পানি - স্ট্যান্ডার্ড, সাইবারসিটি, টারবো এবং টারবো আলটিমেট।
নতুন Yamaha Aerox Alpha- তে রয়েছে ১৫৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল্ড ইঞ্জিন। সর্বোচ্চ ১৫.৪ হর্সপাওয়ার এবং ১৪.২ এনএম টর্ক তৈরি করতে পারে ইঞ্জিনটি। সঙ্গে রয়েছে ইলেকট্রিক CVT ট্রান্সমিশন। একই ট্রান্সমিশন রয়েছে NMax মডেলে। এই ট্রান্সমিশনে দেওয়া হয়েছে তিনটি মোড - লো, মিডিয়াম এবং হাই। পাশাপাশি থাকছে দুটি রাইডিং মোডও - টি এবং এস।
ভারতে এই স্কুটার লঞ্চ হবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে আপনি যদি স্ট্যান্ডার্ড Aerox ভ্যারিয়েন্ট কিনতে চান তাহলে খরচ পড়বে ১.৬৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আর নতুন লঞ্চ হওয়া S ভ্যারিয়েন্টের দাম ১.৫০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।