Women's Hundred: ছক্কা মেরে‌ ম্যাচ জেতালেন দীপ্তি, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হল লন্ডন স্পিরিট

By :  techgup
Update: 2024-08-18 18:48 GMT

রবিবার মেয়েদের দ্য হান্ড্রেড লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল লন্ডন স্পিরিট এবং ওয়েলস ফায়ার। এই ম্যাচে ভারতীয় মহিলা ক্রিকেটার তথা বাংলার অগ্নিকন্যা দীপ্তি শর্মার ছক্কায় ওয়েলস ফায়ারকে হারিয়ে প্রথমবারের মতো দ্য হান্ড্রেড চ্যাম্পিয়ন হয় লন্ডন স্পিরিট। টসে জিতে বিপক্ষকে প্রথমে ব্যাট করানোর সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন লন্ডনের অধিনায়ক হিদার নাইট।

আর এই সিদ্ধান্তের দৌলতে প্রথমে ব্যাট করতে হয় ট্যামি বিউমোন্টের ওয়েলস ফায়ারকে। আর প্রথমে ব্যাট করতে নেমে জেস জোনাসনের ৪১ বলে ৫৪ রানের গুরুত্বপূর্ণ অবদানে ১০০ বল শেষে ৮ উইকেটে ১১৫ রান করে ওয়েলস। এছাড়া বিউমোন্ট এবং হেইলি ম্যাথিউসের ব্যাট থেকে যথাক্রমে আসে ২১ এবং ২২ রান।

লন্ডন স্পিরিটকে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০০ বলে ১১৬ রান। আর এই রান তাড়া করতে নেমে প্রথমেই মাত্র ৪ রান করে আউট হয়ে যান ম্যাগ ল্যানিং। অন্যদিকে জর্জিয়া রেডমেইনের ৩৪ রান এবং অধিনায়ক হিদার নাইটের ২৪ রানে লক্ষ্যটি আরও সহজ হয়ে যায় লন্ডনের কাছে। অন্যদিকে ড্যানিয়েল গিবসনও ৯ বলে ২২ রানের গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তবে শেষ অবধি লন্ডনকে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ বলে ৪ রান, এমন সময়ে ১০ রান করে ক্রিজে দাঁড়িয়েছিলেন দীপ্তি শর্মা। আর তখনই হেইলি ম্যাথিউসকে ছক্কা হাঁকিয়ে ম্যাচটি নিজেদের নাম করেন দীপ্তি।

ভারতীয় তারকার ব্যাট থেকে আসা ছক্কায় লন্ডন স্পিরিট চ্যাম্পিয়ন হওয়ায় খুবই আনন্দিত ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। অন্যদিকে রবিবার এই জয়ের সাথে সাথে নতুন সাফল্যের মুকুট উঠেছে প্রাক্তন অস্ট্রেলিয়া মহিলা দলের অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের মাথায়। উল্লেখ্য, প্রথমে খেলোয়াড় হিসাবে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৩ সালের ওডিআই বিশ্বকাপ জিতেছেন ল্যানিং। এরপর অধিনায়ক হিসাবে ২০১৪, ২০১৮, ২০২০, ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন তিনি। অন্যদিকে তারই অধিনায়কত্বে ২০২২ ওডিআই বিশ্বকাপ এবং ২০২২ কমন ওয়েলথ গেমস জেতে অস্ট্রেলিয়া। এবার হান্ড্রেডে অধিনায়ক না থাকলেও, দলের একজন সদস্য হিসাবে টুর্নামেন্টটি জিতেছেন ল্যানিং।

Tags:    

Similar News