Ishan Kishan: প্রত্যাবর্তনেই পুরোনো রূপ দেখালেন ঈশান, দু বলে দুই ছক্কা মেরে পূরণ করলেন শতরান
আজ বুচি বাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময় ব্যাট করতে নেমে ঈশান কিষাণ ব্যাট হাতে দলকে ভরসা দেন।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের তত্বাবধানে ঐতিহ্যবাহী বুচি বাবু আমন্ত্রণমূলক টুর্নামেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ভারতের একাধিক তারকা ক্রিকেটার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে এবার ঈশান কিষাণও ফিরেছেন। তিনি ১৫ আগস্ট থেকে শুরু হওয়া বুচি বাবু টুর্নামেন্টে ঝাড়খণ্ডের হয়ে মধ্যপ্রদেশের বিপক্ষে মাঠে নামেন। ম্যাচের দ্বিতীয় দিনে এই তারকা উইকেটকিপার ব্যাটসম্যান রীতিমতো জ্বলে উঠলেন।
তামিলনাড়ুর থিরুনেলভেলিতে গতকাল মধ্যপ্রদেশ প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ম্যাচের প্রথম ইনিংসে মধ্যপ্রদেশ মাত্র ২২৫ রানে অল আউট হয়ে যায়। এরপর ঝাড়খণ্ডের হয়ে প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সময় ব্যাট করতে নেমে ঈশান কিষাণ ব্যাট হাতে ভরসা দেন। তিনি মাত্র ৬১ রানে তার অর্ধশতরান পূরণ করে ভাবনাচিন্তা স্পষ্ট করে দিয়েছিলেন। এরপর এই অর্ধশতরানকে ঈশান শতরানে পরিবর্তন করেন। মাত্র ৮৬ বলে তিনি নিজের মূল্যবান শতরানে পোঁছে যান।
এই তারকা ব্যাটসম্যান আজ প্রথম থেকেই আগ্ৰাসী মনোভাব দেখাচ্ছিলেন। শতরানে পৌঁছানোর আগে তিনি পরপর দুটি ছয় মারেন। ঈশান কিষাণ শেষ পর্যন্ত ১০৭ বলে ১১৪ রান করে আউট হয়ে যান। এই ইনিংসটিতে তিনি ৫ টি চার এবং ১০ টি ছয় মেরেছেন। উল্লেখ্য এই তারকা ব্যাটসম্যান গত বছরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা সফরের সময় ব্যাক্তিগত কারণ দেখিয়ে ভারতে ফিরে আসার জন্য আবেদন করেছিলেন। কিন্তু তিনি দেশে না ফিরে দুবাইতে সামাজিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে অভিযোগ সামনে আসে।
ফলে বিসিসিআই বিষয়টি ভালোভাবে নেয়নি। জাতীয় দলে আবার ফিরে আসার জন্য তাকে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু তত্কালীন চলমান রঞ্জি ট্রফিতে ঈশান কিষাণ অংশগ্রহণ করেননি। ফলে তাকে বিসিসিআই কেন্দ্রীয় চুক্তির বাইরে করে দেয়। কিন্তু আবার জাতীয় দলে ফিরে আসার জন্য ভারতীয় এই তরুণ প্রতিভাবান ব্যাটসম্যান নিজেকে প্রস্তুত করছেন। ফলে বলাই যায় ঈশান কিষাণ বুচি বাবু টুর্নামেন্টে এই পারফরম্যান্সের মাধ্যমে নির্বাচকদের বার্তা দিয়ে রাখলেন।