আইফোনের ক্যামেরায় শুট হল ৬১০ কোটি টাকার হলিউডের ব্লকব্লাস্টার ছবি 28 Years Later
শীঘ্রই মুক্তি পেতে চলেছে 28 Years Later সিনেমাটি। অবাক করা বিষয় হল, ড্যানি বয়েলের ৬১০ কোটি টাকা মূল্যের বহু প্রতীক্ষিত ছবিটি শুট করা হয়েছে আইফোন ১৫ প্রো ম্যাক্সের ক্যামেরায়।
রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার সিন থেকে শুরু করে অ্যাকশন ও ড্রামা, শিল্পীদের প্রতিভা নানা অ্যাঙ্গেলে ক্যামেরাবন্দী করল iPhone 15 Pro Max। আইফোনের ক্যামেরায় শুট করা হয়েছে বহু প্রতীক্ষিত হলিউড সিনেমা 28 Years Later। শুরু থেকে শেষ পর্যন্ত সিনেমার প্রতিটি দৃশ্য ক্যাপচার করা হয়েছে আইফোনের ক্যামেরায়।
আইফোন ১৫ প্রো ম্যাক্স মডেলটি একটি বিশেষ খাঁচার ভিতরে রাখা হয়েছিল। যার সাথে সংযুক্ত ছিল একটি লেন্স। ৭৫ মিলিয়ন ডলার (প্রায় ৬১০ কোটি টাকা) বাজেটে তৈরি এই সিনেমা। উল্লেখ্য, এই ছবির প্রথম পার্ট 28 Days Later মুক্তি পায় ২০২২ সালে। জম্বিদের নিয়ে তৈরি ছবির পটভূমি। দুই ছবিরই পরিচালক ও সিনেমাটোগ্রাফার হিসাবে কাজ করেছেন ড্যানি বয়েল এবং অ্যান্থনি ডড ম্যান্টল।
২০০৯ সালে, স্লামডগ মিলিয়নিয়ারের জন্য একসাথে তারা অস্কার পুরস্কারও পেয়েছিলেন। অবাক করা বিষয় হল, শুট করার জন্য নতুন আইফোন ১৬ এর বদলে আইফোন ১৫ প্রো ম্যাক্স ব্যবহার করেছেন পরিচালক ড্যানি বয়েল। সম্প্রতি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। দেখলে মনে হবে না যে এটি আইফোনের ক্যামেরায় শুট করা হয়েছে। ছবির ট্রেলার বেশ ভালো সাড়া ফেলেছে অনুরাগীদের মনে।
আইফোন ১৫ প্রো ম্যাক্স ক্যামেরা
এই ফোনের ব্যাক প্যানেলে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর উপস্থিত। সঙ্গে রয়েছে ƒ/1.78 অ্যাপারচার, সেকেন্ড-জেনারেশন সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন, ১০০ শতাংশ ফোকাস পিক্সেল এবং সুপার রেজোলিউশন। এছাড়া রয়েছে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা, সঙ্গে ১২০ ডিগ্রি ফিল্ড অফ ভিউ, ১০০ শতাংশ ফোকাস পিক্সেল। আরও একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। এর সঙ্গে ২x টেলিফটো, কোয়াড-পিক্সেল সেন্সর, ƒ/1.78 অ্যাপারচার, দ্বিতীয় প্রজন্মের সেন্সর-শিফ্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এবং ১০০ শতাংশ ফোকাস পিক্সেল পাওয়া যাবে।