Poco M7 Pro 5G নাকি CMF Phone 1 : ২০ হাজারের মধ্যে চাবুক ফোন কোনটা? তুলনা দেখলেই মিলবে উত্তর

Poco M7 Pro 5G vs CMF Phone 1 5G: বাজেট ২০ হাজার টাকা হলে দারুন দুটি বিকল্প - Poco M7 Pro 5G এবং CMF Phone 1 5G। যারা নতুন ফোন কিনবেন ভাবছেন তাদের জন্য উপযুক্ত ডিভাইস কোনটা হতে পারে? রইল তুলনা।

Update: 2024-12-18 12:24 GMT

সদ্য লঞ্চ হয়েছে Poco M7 Pro 5G স্মার্টফোন। ভরপুর ফিচার, দারুন ক্যামেরা ও ডিসপ্লে নিয়ে দেশের বাজারে হাজির হয়েছে এই স্মার্টফোন। দাম রয়েছে ২০ হাজার টাকা বাজেটের মধ্যে। তবে এই বাজেটে আরও একটি ফোন রয়েছে - CMF Phone 1 5G। নাথিং কোম্পানির এই ফোনটি টেক্কা দিতে পারে পোকোকে। আসুন দুই ফোনের তুলনা দেখে নেওয়া যাক।

Poco M7 Pro 5G বনাম CMF Phone 1 5G

পারফরম্যান্স ও ব্যাটারি

পোকোর ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 প্রসেসর। যেখানে CMF Phone 1 5G- এ পাবেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 চিপসেট। র‍্যামের ক্ষেত্রে দুই ফোনেই আছে ৮ জিবি স্টোরেজ ক্যাপাসিটি, সঙ্গে ভার্চুয়াল র‍্যাম।

CMF Phone 1 5G চলবে অ্যান্ড্রয়েড ১৪ (দু’বছর অ্যান্ড্রয়েড আপডেট) ওএসে এবং Poco M7 Pro 5G ডিভাইসটিও অ্যান্ড্রয়েড ১৪ (দু’বছর অ্যান্ড্রয়েড আপডেট) অপারেটিং সিস্টেম সহ এসেছে।

ব্যাটারির ক্ষেত্রে CMF মডেলে দেওয়া হয়েছে ৫,০০০mAh ক্যাপাসিটির ব্যাটারি এবং ৩৩ ওয়াট চার্জিং সাপোর্ট। অন্যদিকে, পোকোতে পাবেন তুলনামূলক বেশি ৫,১১০mAh ব্যাটারি এবং ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট।

ডিসপ্লে ও ক্যামেরা

Poco M7 Pro 5G মডেলে আছে ৬.৬৭ ইঞ্চি OLED ফুল HD ডিসপ্লে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট। কোম্পানির দাবি, এই সেগমেন্টে এটি সবথেকে উজ্জ্বল ডিসপ্লে যুক্ত স্মার্টফোন। অপরদিকে, CMF Phone 1 5G স্মার্টফোনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে, যা AMOLED প্যানেল এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। দুই ফোনেই রয়েছে পলিকার্বোনেট ব্যাক।

ক্যামেরার ক্ষেত্রে Poco M7 Pro 5G ডিভাইসে পাওয়া যাবে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা । এতে ৪-ইন-১ পিক্সেল বিনিং ও ইন-সেন্সর জুম পাওয়া যাবে। এছাড়া রয়েছে এআই ম্যাজিক ইরেসার, বিউটি মোড, পোর্ট্রেট মোড। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা ২০ মেগাপিক্সেল।

CMF Phone 1 5G- এ রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সঙ্গে ২ মেগাপিক্সেল ডেপ্থ ক্যামেরা। ফোনের ফ্রন্ট ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। ক্যামেরার দিক দিয়ে এগিয়ে রয়েছে Poco M7 Pro 5G।

দাম

ভারতে পোকো M7 প্রো 5G এর 6 জিবি র‌্যাম ও 128 জিবি স্টোরেজ সহ বেস মডেলের দাম 14,999 টাকা। আর একই স্টোরেজ সহ সিএমএফ ফোনের দামও অনুরূপ অর্থাৎ 14,999 টাকা।

Tags:    

Similar News