POCO M7 Pro 5G সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লে সহ ভারতে লঞ্চ হল, সবথেকে কম দামে 50MP Sony LYT ক্যামেরা

পোকো M7 প্রো 5G ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা। POCO M7 Pro 5G 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা।

Suman Patra 18 Dec 2024 12:01 AM IST

POCO M7 Pro 5G আজ ভারতে লঞ্চ হয়েছে। যারা 10,000 থেকে 15,000 টাকার সেগমেন্টে একটি দুর্দান্ত 5G স্মার্টফোন খোঁজ করছেন তাদের জন্য এটি আদর্শ হতে পারে। পোকোর ফোনটি এই সেগমেন্টে সবচেয়ে উজ্জ্বল অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। এর ডিসপ্লের পিক ব্রাইটনেস 2100 নিটস। এছাড়া এই ডিভাইসে আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা প্রসেসর, 50 মেগাপিক্সেল সনি প্রাইমারি রিয়ার ক্যামেরা ও 5110mAh ব্যাটারি। আসুন পোকো M7 প্রো 5G এর দাম, সমস্ত স্পেসিফিকেশন, প্রথম সেলের তারিখ, লঞ্চ অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।

POCO M7 Pro 5G এর ভারতে দাম

পোকো M7 প্রো 5G ভারতে দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর 6GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 13,999 টাকা। আর 8GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম 15,999 টাকা। ফোনটি লুনার ডাস্ট, ল্যাভেন্ডার ফ্রস্ট এবং অলিভ টোয়াইলাইট কালার ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে।

আগামী 20 ডিসেম্বর ফ্লিপকার্ট থেকে এর সেল শুরু হবে। এই সেল‌ দুপুর 12 টায় শুরু হবে। সেলে SBI, ICICI, HDFC ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে পোকো M7 প্রো 5G কিনলে 1,000 টাকা অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

POCO M7 Pro 5G এর ফিচার ও স্পেসিফিকেশন

ডিসপ্লে

পোকো M7 প্রো 5G ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন সহ 6.67-ইঞ্চি 120Hz gOLED স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লে 2100 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন দেওয়া হয়েছে। আর বায়োমেট্রিক সিকিউরিটির জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ।

প্রসেসর, র‌্যাম ও সফটওয়্যার

পোকো M7 প্রো 5G মিডিয়াটেক ডাইমেনসিটি 7025 আল্ট্রা প্রসেসর দ্বারা চালিত। এতে 8GB পর্যন্ত ফিজিক্যাল RAM এবং 8GB পর্যন্ত ভার্চুয়াল RAM আছে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক হাইপারওএস কাস্টম অপারেটিং সিস্টেমে চলবে। এতে 2 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট আসবে।

AI ফিচার

এতে এআই ইরেজ, এআই ম্যাজিক স্কাই এবং এআই অ্যালবামের মতো ফিচার পাওয়া যাবে।

ক্যামেরা

ফটোগ্রাফির জন্য পোকো M7 প্রো 5G ফোনে OIS সহ 50MP Sony LYT-600 প্রাইমারি রিয়ার সেন্সর, 2MP ডেপথ সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য 20MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

বিল্ড কোয়ালিটি

এই ফোনটি IP64 ডাস্ট এবং ওয়াটার রেটিং সহ এসেছে।

ব্যাটারি

পাওয়ার দেওয়ার জন্য 45W ফাস্ট চার্জিং সহ 5110mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য ফিচার

এর অন্যান্য ফিচারের মধ্যে আছে 3.5mm হেডফোন জ্যাক, ডুয়েল স্টেরিও স্পিকার এবং ইনবিল্ট আইআর ব্লাস্টার ইত্যাদি।

Show Full Article
Next Story