এবার WhatsApp ব্যবহারকারীরা পাবে ChatGPT এর সুবিধা, কীভাবে উপায় জানুন

এবার WhatsApp ইউজাররা অ্যাপে ChatGPT-এর সঙ্গে সরাসরি চ্যাট করতে পারবেন। আসছে নতুন বৈশিষ্ট্য। মেসেজিংয়ের অভিজ্ঞতা উন্নত করার জন্য এমন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ।

Update: 2024-12-19 12:09 GMT

WhatsApp ইউজাররা এবার অ্যাপে থেকেই সরাসরি ChatGPT- এর সঙ্গে চ্যাট করতে পারবেন। এর জন্য একটি নির্দিষ্ট নম্বর থাকবে। বিশ্বের সমস্ত ইউজাররা 1-800-242-8478 নম্বর ডায়াল করে ChatGPT ব্যবহার করতে পারবেন পারবেন। মেটার দাবি, নতুন বৈশিষ্ট্যটি জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্মের অভিজ্ঞতা আরও উন্নত করে তুলবে।

WhatsApp-এ নতুন ফিচার : যুক্ত হচ্ছে ChatGPT

OpenAI জানিয়েছে যে, জনপ্রিয় টেক্সটিং প্ল্যাটফর্মগুলিতে চ্যাটবটগুলির এই একীকরণের লক্ষ্য হল চ্যাটজিপিটিকে আরও গ্রহণযোগ্য করে তোলা। বিশেষ করে যেসব জায়গায় দ্রুত গতির ইন্টারনেট অনুপস্থিত। উল্লেখ্য, বর্তমানে ২০০ কোটি মাসিক সক্রিয় ইউজার রয়েছে হোয়াটসঅ্যাপে। দুর্বল ইন্টারনেট রয়েছে এমন এলাকাতেও কাজ করে অ্যাপটি। ইউজারদের নানা বিষয়ে সাহায্য করার জন্য এবার অ্যাপে নির্দিষ্ট নম্বরের মাধ্যমে চ্যাটজিপিটি যোগ করতে চলেছে মেটা।

এটি ছাড়াও, ইউজারদের জন্য বেশ কিছু আপডেট আনছে মেটা। যার মধ্যে একটি টাইপিং ইন্ডিকেটর। এই ফিচারের মাধ্যমে গ্ৰুপ এবং ব্যক্তিগত চ্যাটে কে টাইপ করছেন তার নাম জানা যাবে। তবে একটি বিশেষ সতর্কতা রয়েছে। যারা পুরানো স্মার্টফোন ব্যবহার করছেন, তারা এই ফিচারগুলির সুবিধা নিতে পারবেন না। কারণ মে, 2025 থেকে iOS 15.1 সংস্করণের নীচে যে আইফোনগুলি রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ কাজ করা বন্ধ করবে।

নতুন বৈশিষ্ট্যটি OpenAI-এর প্রচেষ্টার অংশ, যাতে ChatGPT-এর নাগাল সবাই পেতে পারেন। পাশাপাশি এর মাধ্যমে অর্থ আয়ের একটি উপায় নিশ্চিত করার লক্ষ্য কোম্পানির। OpenAI স্পষ্ট করেছে যে, হোয়াটসঅ্যাপে ChatGPT-এর ইন্টিগ্রেশন একটি পরীক্ষামূলক বৈশিষ্ট্য, যার অর্থ হল এর কার্যকারিতা এবং উপলব্ধতা পরে আরও বিকশিত হতে পারে। ইউজারদের আরও শক্তিশালী এবং ব্যক্তিগত এআই অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা কোম্পানির।

Tags:    

Similar News