Free Fire India: কর্মী নিয়োগ গারেনার, ভারতে আগামী বছর লঞ্চ হতে পারে ফ্রি ফায়ার ইন্ডিয়া গেম
গেম ডেভেলপার গারেনা LinkedIn প্ল্যাটফর্মে বিভিন্ন পদে নিয়োগ করার কথা জানিয়েছে। তালিকায় ডেটা অ্যানালাইসিস, মার্কেটিং, ই-স্পোর্টস এবং স্ট্র্যাটেজিক অপারেশন পদে নিয়োগের কথা বলা হয়েছে।
Free Fire India Launch: অনলাইন ব্যাটেল রয়্যাল গেমের দুনিয়ার এক সময় দাপিয়ে বেড়িয়েছে Garena Free Fire। যদিও চীনা যোগের কারণে ভারতে গেমটিকে ব্যান করা হয়। এরপর গতবছর শোনা যায় যে গেম ডেভলপার সংস্থাটি ভারতে ফ্রি ফায়ার ইন্ডিয়া নামে গেমটির একটি ডেডিকেটেড ভার্সন লঞ্চ করতে চলেছে এবং এর উপর কাজ শুরু হয়েছে। যদিও এরপর থেকে আর এই বিষয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। তবে এখন একটি নয়া রিপোর্টে দাবি করা হয়েছে যে, আগামী বছর ভারতে লঞ্চ হতে পারে Free Fire India গেমটি।
গতবছর ভারতে লঞ্চের কথা ছিল Free Fire India গেমের
ভারতে ফ্রি ফায়ার গেমটি নিষিদ্ধ হওয়ার পরে, ফ্রি ফায়ার ইন্ডিয়া এদেশে লঞ্চ হবে বলে জানা গিয়েছিল। গ্যারেনার তরফে বলা হয়েছিল যে, গেমটি 5 সেপ্টেম্বর, 2023 তারিখে ভারতে লঞ্চ হবে, যদিও তা হয়নি। তবে ভারতীয় গেমাররা এখন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ফ্রি ফায়ার ম্যাক্স গেম খেলার সুবিধা পাচ্ছেন। যদিও সবাই অপেক্ষা করে আছে ফ্রি ফায়ার ইন্ডিয়া খেলার জন্য।
নতুন গেমের জন্য চাকরির সুযোগ পোস্ট করা হয়েছে
Insidesport.in এর নয়া রিপোর্ট অনুযায়ী, গেম ডেভেলপার গারেনা LinkedIn প্ল্যাটফর্মে বিভিন্ন পদে নিয়োগ করার কথা জানিয়েছে। তালিকায় ডেটা অ্যানালাইসিস, মার্কেটিং, ই-স্পোর্টস এবং স্ট্র্যাটেজিক অপারেশন পদে নিয়োগের কথা বলা হয়েছে। ফলে মনে হচ্ছে গারেনা ভারতে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থাৎ তারা ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এটি 2025 সালে লঞ্চ হতে পারে।
যদিও Garena ভারতে ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ করার বিষয়ে এখনও কিছু ঘোষণা করেনি। তাই এই নিয়োগ ফ্রি ফায়ার ম্যাক্স বা অন্য কোনো নতুন গেমের সাথেও সম্পর্কিত হতে পারে। তবে গারেনা যদি সত্যিই নতুন কোনো গেম নিয়ে কাজ করে, তাহলে সেটাও ভারতীয় গেমারদের টার্গেট করেই বানাবে। এখন দেখার নয়া রিপোর্ট মেনে গারেনা আগামী বছরে ফ্রি ফায়ার ইন্ডিয়া লঞ্চ করে নাকি নতুন গেম বাজারে নিয়ে আসে।