Free Fire Max Redeem Codes 2 March 2023 Today FF Rewards: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখে নিন

By :  techgup
Update: 2023-03-02 07:45 GMT

ভারতে গ্যারেনা ফ্রি ফায়ার ব্যান হয়ে যাওয়ার পর সেই জায়গা নিয়েছে উচ্চতর ভার্সনের Garena Free Fire Max গেমটি। আর খুব সহজেই এটি গেমারদের মন জয় করতে সক্ষম হয়েছে। কারণ এখানে রয়েছে উন্নতমানের গ্রাফিক্স, অ্যানিমেশন এবং ক্যারেক্টারের ব্যবহার। শুধু তাই নয়! অরিজিনাল গ্যারেনা ফ্রি ফায়ারের মত এখানেও প্রতিদিন গেমারদের জন্য রিলিজ করা হয় ১২ ডিজিটের Free Redeem Code, যা ব্যবহার করে গেমাররা অনায়াসে জিতে নিতে পারেন মূল্যবান ইনগেম আইটেম, তাও সম্পূর্ণ বিনামূল্যে। তাই আপনিও যদি পয়সা খরচ না করে এই গেমটি খেলতে চান তাহলে দেখে নিন আজকের ফ্রি রিডিম কোডগুলি।

Free Fire Max Redeem Codes 2 March 2023 Today Rewards

• WEYVGQC3CT8Q

• HHNAT6VKQ9R7

• 2FG94YCW9VMV

• J3ZKQ57Z2P2P

• B3G7A22TWDR7X

• 4ST1ZTBE2RP9

• XFW4Z6Q882WY

• WD2ATK3ZEA55

• 4TPQRDQJHVP4

• HFNSJ6W74Z48

How to Redeem Free Fire Max Rewards Code (ফ্রি ফায়ার ম্যাক্স রিওয়ার্ডস কোড কীভাবে রিডিম করবেন)

• আজ অর্থাৎ ২ মার্চের রিডিম কোড থেকে রিওয়ার্ড জিততে প্রথমেই গ্যারেনা ফ্রি ফায়ারের রিডেম্পশন সাইট, অর্থাৎ https://reward.ff.garena.com/en -এ ভিজিট করুন।

• এরপর Google, Facebook, Twitter, Apple Id, HUAWEI ID বা VK আইডি ব্যবহার করে এই ওয়েবসাইটে লগ-ইন করুন।

• এবার উপরে দেওয়া একটি রিডিম কোড ওয়েবসাইটের টেক্সট বক্সে গিয়ে পেস্ট করে ‘Confirm Button’ -এ ক্লিক করুন। এবার একটি ডায়ালগ বক্স আসবে। সেখানে ‘Ok’ বাটনে ক্লিক করে কোড রিডিম করুন।

• একবার কোডটি রিডিম হয়ে গেলে, আপনি ইনগেম মেল সেকশন থেকে রিওয়ার্ড সংগ্রহ করতে পারেন। ২৪ ঘণ্টাও সময় লাগতে পারে। রিডিম কোডগুলি কেবলমাত্র প্রথম ৫০০ ব্যবহারকারীর জন্য উপলব্ধ। সুতরাং তাড়াতাড়ি করুন এবং কোড রিডিম করুন। গেমাররা রিডিম কোডের বিনিময়ে গোল্ড, ডায়মন্ড এবং আরও অনেক কিছু পেতে পারেন।

Tags:    

Similar News