Pan 2.0 Scam: নতুন প্যান কার্ড ডাউনলোড নিয়ে শুরু হয়েছে জালিয়াতি, লিঙ্কে ক্লিক করলেই ব্যাংক ফাঁকা হবে

প্যান কার্ডকে আরও সুরক্ষিত করতে ভারত সরকার সম্প্রতি প্যান 2.0 প্রকল্প চালু করেছে। প্যান 2.0 কার্ডে কিউআর কোড পাওয়া যাবে।

Update: 2024-12-23 17:54 GMT

PAN Card Scam: প্যান কার্ডকে আরও সুরক্ষিত করতে ভারত সরকার সম্প্রতি প্যান 2.0 প্রকল্প চালু করেছে। প্যান 2.0 কার্ডে কিউআর কোড পাওয়া যাবে। ডেটা সিকিউরিটি, কিউআর কোড ইন্টিগ্রেশন, ইউনিফাইড পোর্টাল সহ আরও কয়েকটি ফিচারের মাধ্যমে করদাতাদের অভিজ্ঞতা বাড়ানো এই প্রকল্পের লক্ষ্য।

তবে প্যান 2.0 নিয়েও জালিয়াতি শুরু হয়ে গিয়েছে। নতুন প্যান কার্ড ডাউনলোডের নামে চলছে প্রতারণা। আয়কর বিভাগের নামে ভুয়ো ইমেল পাঠানো হচ্ছে। এই মেলে অনলাইনে ই-প্যান কার্ড ডাউনলোড করতে বলা হচ্ছে। PIB (প্রেস ইনফরমেশন ব্যুরো) ফ্যাক্ট চেক বলছে, এই ই-মেলটি সম্পূর্ণ ভুয়ো। এ ধরনের ইমেইলে দেওয়া লিংকে ক্লিক করলে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে এবং আপনার ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যেতে পারে।

এসব প্রতারণা থেকে নিরাপদ থাকুন

- আপনি যদি এমন কোনও মেল বা ওয়েবসাইট দেখতে পান যা আয়কর বিভাগের বলে দাবি করে, তবে কোনো‌ রিপ্লাই করবেন না বা ওয়েবসাইটটি এড়িয়ে চলুন।

- এই জাতীয় মেলগুলির সাথে আসা কোনও ফাইল খুলবেন না।

- সন্দেহজনক মনে হয় এমন লিঙ্কে ক্লিক করবেন না।

- যদি কোনও অপরিচিত মেল আপনার থেকে সংবেদনশীল তথ্য চায় তাহলে দেবেন না‌।

Tags:    

Similar News