2025 সালের শুরুতে Apple এর চমক, iPhone SE 4 সহ লঞ্চ হচ্ছে M4 ম্যাকবুক ও নতুন আইপ্যাড
২০২৫ সালে বেশ কিছু নতুন ডিভাইস হাজির করতে চলেছে অ্যাপল। থাকবে iPhone SE 4, নতুন M4 ম্যাকবুক এয়ার এবং স্মার্ট হোম ডিসপ্লে।
২০২৫ সাল দারুন কাটতে চলেছে অ্যাপল-প্রেমিদের জন্য। আগামী বছর একগুচ্ছ নতুন ডিভাইস লঞ্চ করার পরিকল্পনা সংস্থার। যার মধ্যে রয়েছে iPhone SE 4, নতুন M4 ম্যাকবুক এয়ার, স্মার্ট হোম ডিসপ্লে ইত্যাদি। দুর্দান্ত সব চমক নিয়ে হাজির হতে চলেছে এই ডিভাইসগুলি। একনজরে দেখে নেওয়া যাক ২০২৫ সালের প্রথম অর্ধে অ্যাপলের সম্ভাব্য প্রোডাক্ট লঞ্চের তালিকা -
iPhone SE 4
আগামী বছর এটি হতে চলেছে অ্যাপলের সবথেকে বড় প্রোডাক্ট। সবথেকে সস্তা আইফোন হিসাবে বাজারে আত্মপ্রকাশ করবে এই মডেল। ২০১৬ সালের পর সবথেকে বড় আপডেট পেতে চলেছে আইফোন SE 4। থাকবে USB-C চার্জিং এবং অ্যাপলের নিজস্ব প্রসেসর।
iPad 11
দু’বছর পর নতুন আপডেট-সহ আসছে আইপ্যাড ১১। সেরা পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য নিয়ে এই ডিভাইসে এআই টুল অ্যাপল ইন্টেলিজেন্স যুক্ত করতে চলেছে সংস্থা। ডিজাইনের দিক দিয়ে খুব বেশি পরিবর্তন থাকবে না বলে জানা গিয়েছে। তবে এতে পাওয়া যাবে নতুন A18 প্রসেসর।
M4 MacBook Air
হাই-এন্ড ল্যাপটপ হিসাবে পরিচিত ম্যাকবুকের নতুন মডেল আনছে অ্যাপল। নতুন M4 চিপ-সহ হাজির হবে এই ল্যাপটপ, যা বর্তমান M2 ও M3 চিপের তুলনায় আরও উন্নত পারফরম্যান্স দেবে বলে দাবি সংস্থার। এই ল্যাপটপে থাকতে পারে নতুন সেন্টার স্টেজ ক্যামেরা।
M3 iPad Air
ম্যাকবুকের মতো আইপ্যাড এয়ারেও মিলবে নতুন আপডেট। ২০২৫ সালে যে নতুন ট্যাব লঞ্চ করবে অ্যাপল, তাতে পাওয়া যাবে হাই-এন্ড M3 প্রসেসর। পাশাপাশি এতে নতুন ম্যাজিক কি-বোর্ড থাকবে বলেও শোনা যাচ্ছে।
স্মার্ট হোম ডিসপ্লে
বাড়িকে স্মার্ট করে তোলার জন্য ৬ ইঞ্চি ডিসপ্লে যুক্ত ডিভাইস লঞ্চ করতে চলেছে অ্যাপল। এতে থাকবে এআই টুল অ্যাপল ইন্টেলিজেন্স সাপোর্ট এবং দেওয়ালে আটকানো যাবে এমন স্পিকার। গ্যাজেটের দুনিয়ায় স্মার্ট হোম ডিসপ্লে অ্যাপলের অন্যতম সেরা চমক হতে পারে।