একসাথে তিনটি ডিভাইস চার্জ হবে, সস্তায় Xiaomi 33W 20000mAh পাওয়ার ব্যাংক বাজারে এল

Xiaomi 33W 20000mAh Power Bank টি 20000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছে। এর মাধ্যমে একসঙ্গে অনেকগুলি ডিভাইস চার্জ করা যাবে। এই পাওয়ার ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এতে রয়েছে ইন্টিগ্রেটেড ইউএসবি-সি কেবল, যার ফলে আলাদা কেবল রাখার ঝামেলা পোহাতে হবে না।

Update: 2024-12-04 10:23 GMT

Xiaomi ইউরোপে 33W চার্জিং সাপোর্ট সহ একটি 20000mAh Power Bank লঞ্চ করেছে‌। এর সাথেই USB-C কেবল পাওয়া যাবে। এটি এই বছরের শুরুতে চীনে প্রথম লঞ্চ হয়েছিল এবং এখন গ্লোবাল মার্কেটেও উপলব্ধ হল। এই পাওয়ার ব্যাংকটি ডুয়াল-টোন ফিনিশ এবং কম্প্যাক্ট ডিজাইনের সাথে এসেছে। ফলে এই পাওয়ার ব্যাংকটি ভ্রমণকারীদের জন্য বিশেষভাবে উপযুক্ত। এই পাওয়ার ব্যাংকের পরিমাপ 127x70.5x30.5 মিমি।

Xiaomi 33W 20000mAh Power Bank এর ফিচার ও স্পেসিফিকেশন

এই পাওয়ার ব্যাংকটি 20000mAh ব্যাটারি সহ লঞ্চ হয়েছে। এর মাধ্যমে একসঙ্গে অনেকগুলি ডিভাইস চার্জ করা যাবে। এই পাওয়ার ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এতে রয়েছে ইন্টিগ্রেটেড ইউএসবি-সি কেবল, যার ফলে আলাদা কেবল রাখার ঝামেলা পোহাতে হবে না। পাওয়ার ব্যাংকটিতে একটি ইউএসবি-সি পোর্ট এবং একটি ইউএসবি-এ পোর্টও রয়েছে।

পাওয়ার ব্যাংকটি ফাস্ট চার্জিং সহ এসেছে। ইন্টিগ্রেটেড ইউএসবি-সি কেবল এবং ইউএসবি-সি পোর্ট 33W পর্যন্ত আউটপুট সাপোর্ট করে। কোম্পানির দাবি, এই পাওয়ার ব্যাংক মাত্র 30 মিনিটে iPhone 15 Pro কে 55% এবং Xiaomi 13 Pro ফোনকে 71% চার্জ করতে পারে।

আবার শাওমি পাওয়ার ব্যাংক 30W ইনপুট সহ নিজে চার্জ হতে পারে। ব্যাটারির লেভেল দেখানোর জন্য এতে রয়েছে এলইডি ইন্ডিকেটর। এটিতে দুটি 10000 এমএএইচ উচ্চমানের লিথিয়াম-আয়ন ব্যাটারি সেল দেওয়া হয়েছে। আর পাওয়ার ব্যাংকটি নয়টি সুরক্ষা স্তর সহ লঞ্চ হয়েছে। এর মধ্যে রয়েছে অতিরিক্ত চার্জিং, ওভার-ডিসচার্জিং, উচ্চ তাপমাত্রা এবং শর্ট সার্কিটের বিরুদ্ধে সুরক্ষা।

দাম

Xiaomi 33W 20000mAh (ইন্টিগ্রেটেড কেবল) পাওয়ার ব্যাংক ইউরোপে সাশ্রয়ী মূল্যের মূল্যে পাওয়া যাচ্ছে।যুক্তরাজ্য ও জার্মানিতে এর দাম 22.99 পাউন্ড (প্রায় 2,400 টাকা) / 29.99 ইউরো (প্রায় 2,600 টাকা)।

Tags:    

Similar News