ইন্টেল আল্ট্রা প্রসেসর ও 16GB র্যামের সাথে ভারতে আসছে Acer Swift Go 14 AI PC ল্যাপটপ
Acer সম্প্রতি, ভারতের বাজারে খুব শীঘ্রই Predator Helios 16 গেমিং ল্যাপটপ লঞ্চ করার কথা ঘোষণা করেছে। এটি 14তম প্রজন্মের ইন্টেল চিপসেট এবং আরটিএক্স 4080 জিপিইউ সহ আসবে। এই মডেলের পাশাপাশি ব্র্যান্ডটি, এদেশে Acer Swift Go 14 AI PC নামের আরেকটি ল্যাপটপ উন্মোচন করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে। যদিও Acer এখনও তাদের এই আপকামিং ল্যাপটপের আনুষ্ঠানিক লঞ্চের তারিখ বা বিক্রয় মূল্য সম্পর্কিত তথ্য সামনে আনেনি। তবে ইতিমধ্যেই ই-কমার্স সাইট Amazon, Acer Swift Go 14 AI PC -এর জন্য একটি ডেডিকেটেড ল্যান্ডিং পেজ লাইভ করেছে। যা ডিভাইসটির লঞ্চ-পরবর্তী উপলব্ধতা নিশ্চিত করেছে। একই সাথে এর সম্পূর্ণ ফিচারও প্রকাশ্যে এনেছে।
Acer Swift Go 14 AI PC ল্যাপটপের স্পেসিফিকেশন
অ্যামাজন দ্বারা লাইভ করা ডেডিকেটেড মাইক্রোসাইট অনুসারে, এসার সুইফ্ট গো 14 এআই পিসি মডেলে 14-ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল দেওয়া হবে, যা সর্বোচ্চ 500 নিট ব্রাইটনেস এবং 100% DCI-P3 কালার গ্যামেট কভারেজ সাপোর্ট করবে। একই সাথে স্ক্রিনটি ডিসপ্লেএইচডিআর 500 ট্রু ব্ল্যাক সার্টিফায়েড হবে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এটি ইন্টেল কোর আল্ট্রা 7 প্রসেসর সহ আসবে, যার সাথে 16 জিবি পর্যন্ত LPDDR5X 6400 র্যাম এবং 1 টেরাবাইট NVMe PCIe Gen 4 SSD স্টোরেজ সংযুক্ত থাকবে৷
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) চালিত নানাবিধ কাজ ভালো ভাবে সম্পন্ন করার জন্য Acer Swift Go 14 AI PC মডেলে এআই বুস্ট এবং সংস্থার নিজস্ব এআই সলিউশন অন্তর্ভুক্ত থাকবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, ল্যাপটপটি ইন্টেল ইভো সার্টিফিকেশন প্রাপ্ত হবে বলে জানা গেছে। যার অর্থ, এই ডিভাইস ইভো নোটবুকের যাবতীয় ফিচার অফার করবে। যেমন - বায়োমেট্রিক লগইন সাপোর্ট, শক্তিশালী প্রসেসর, ভিডিও কলের জন্য এআই-ভিত্তিক নয়েজ সাপ্রেশন, ইউএসবি টাইপ-সি পোর্টার মাধ্যমে ফাস্ট চার্জিং, ফুল এইচডি ডিসপ্লেতে কাজ করাকালীন 9.5 ঘন্টার বেশি ব্যাটারি লাইফ, এবং 30 ফ্রেম-পার-সেকেন্ড রেট সমর্থিত একটি ফুল এইচডি (1080 পিক্সেল) ওয়েবক্যামের মতো একাধিক বৈশিষ্ট্যের সুবিধা পাওয়া যাবে।
আবারো প্রসঙ্গে ফিরে আসা যাক। এসার ব্র্যান্ডের এই আসন্ন ল্যাপটপে ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে 100 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসে থাকা ব্যাটারি একবার চার্জে 12.5 ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দেবে বলে দাবি করা হয়েছে মাইক্রোসাইটে। আবার ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হবে কোয়াড এইচডি (1440 পিক্সেল) রেজোলিউশন সমর্থিত ওয়েবক্যাম। এছাড়া কানেক্টিভিটি বিকল্প হিসাবে - এইচডিএমআই 2.1 পোর্ট, ইউএসবি টাইপ-সি পোর্ট, ওয়াই-ফাই 6ই এবং ব্লুটুথ এলই অডিও সামিল থাকবে বলে জানা গেছে Acer Swift Go 14 AI PC -এর ল্যান্ডিং পেজের টিজার পোস্টার থেকে।