Lenovo লঞ্চ করল ThinkPad T14s 2024 ল্যাপটপের Ryzen এডিশন, রয়েছে 32GB র্যাম
কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর চালিত ভ্যারিয়েন্টটির পর এখন লেনোভো তাদের Lenovo ThinkPad T14s AI 2024 ল্যাপটপের Ryzen সংস্করণটি প্রকাশ করেছে। এতে একইরকম দক্ষ কর্মক্ষমতার পাশাপাশি উল্লেখযোগ্য বেশকিছু ফিচার রয়েছে।
চলতি বছরের শুরুতে লেনোভো কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স এলিট প্রসেসর দ্বারা চালিত Lenovo ThinkPad T14s AI 2024 লঞ্চ করেছিল। আর এখন, কোম্পানি এই ল্যাপটপের রাইজেন (Ryzen) সংস্করণ প্রকাশ করেছে। ডিভাইসটিতে একাধিক উল্লেখযোগ্য ফিচার, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং উন্নত পারফরম্যান্স মিলবে। আসুন Lenovo ThinkPad T14s AI 2024 Ryzen সংস্করণের সকল স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
ThinkPad T14s AI 2024 Ryzen সংস্করণের স্পেসিফিকেশন
এই ল্যাপটপে ৮ কোর এবং ১৬টি থ্রেড সহএএমডি রাইজেন এআই ৭ প্রো ৩৬০ প্রসেসর রয়েছে, যা ৫.০ গিগাহার্টজ পর্যন্ত সিঙ্গেল-কোর ফ্রিকোয়েন্সি সরবরাহ করে। এটি রেডিয়ন ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এবং একটি রাইজেন এনপিইউ এআই প্রসেসরের সাথে এসেছে। ল্যাপটপটি ৩২ জিবি এলপিডিডিআর৫এক্স ডুয়েল-চ্যানেল মেমরির সাথে এসেছে। দ্রুত ডেটা অ্যাক্সেস এবং পর্যাপ্ত স্টোরেজের জন্য ল্যাপটপটিতে ১ টিবি পিসিআইই ৪.০ এনভিএমই এসএসডি মিলবে।
লেনোভো থিঙ্কপ্ল্যাড টি১৪এস এআই ২০২৪ রাইজেন সংস্করণে ১৪ ইঞ্চির ডাব্লিউইউএক্সজিএ ডি আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ম্যাট ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ১,৯২০×১,২০০ পিক্সেল, অ্যাসপেক্ট রেশিও ১৬:১০ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৪০০ নিট। স্ক্রিনটি ১০০% এসআরজিবি কালার গ্যামট কভারেজ অফার করে এবং লো ব্লু লাইটের জন্য সার্টিফায়েড।
লেনোভো থিঙ্কপ্ল্যাড টি১৪এস এআই ২০২৪ রাইজেন সংস্করণে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩ এবং থান্ডারবোল্ট ৪ পোর্টের মতো উন্নত কানেক্টিভিটি অপশন রয়েছে। এটি ইউএসবি-এ, এইচডিএমআই ২.১ এবং হেডফোন/মাইক্রোফোন কম্বো জ্যাক সহ বিভিন্ন আই/ও অপশনের সাথে এসেছে। এতে মিলবে একটি ফিঙ্গারপ্রিন্ট রিডার এবং একটি ৫ মেগাপিক্সেলের আইআর ক্যামেরা।
এই লেনোভো ল্যাপটপটি স্লিম এবং হালকা ওজনের ডিজাইনের সাথে এসেছে, যা মাত্র ১৬.৯ মিলিমিটার স্লিম এবং প্রায় ১.৩ কেজি ওজনের, যা এটিকে অত্যন্ত বহনযোগ্য করে তোলে। এটি ৫৮ ওয়াট আওয়ারের ব্যাটারির সাথে এসেছে, যা 23 ঘন্টা পর্যন্ত লোকাল ভিডিও প্লেব্যাক অফার করতে সক্ষম। ল্যাপটপটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা থেকে মাত্র এক ঘন্টায় ৮০% চার্জ হয়।
ল্যাপটপের কীবোর্ডটি স্পিল রেজিস্ট্যান্স, ব্যাকলাইটিং এবং নেভিগেশনের জন্য আইকনিক থিঙ্কপ্যাড ট্র্যাকপয়েন্ট সহ এসেছে। অডিও এক্সপেরিয়েন্সের জন্য এতে ডলবি অডিও সাপোর্ট করে। ল্যাপটপটি উইন্ডোজ ১১ হোম এবং মাইক্রোসফ্ট অফিস অপারেটিং সিস্টেমে চলে। দামের ক্ষেত্রে, লেনোভো থিঙ্কপ্ল্যাড টি১৪এস এআই ২০২৪ রাইজেন সংস্করণের দাম রাখা হয়েছে ৯,৯৯৯ ইউয়ান (প্রায় ১,১৬,৩০০ টাকা), এটি বর্তমানে চীনা ই-কমার্স প্ল্যাটফর্ম, জিংডং (JD.com)-এ কেনার জন্য উপলব্ধ৷