৪০ হাজার টাকার কমে HP, Lenovo, Asus, Acer এর দুর্দান্ত ল্যাপটপ, দেখুন লিস্ট

ছাত্র হোন বা কর্মজীবী ​​পেশাদার, একটি ভালো এবং টেকসই ল্যাপটপ সকলেরই প্রয়োজন। আজ এমন কয়েকটি বাজেট ভিত্তিক ল্যাপটপের সন্ধান রইল যেগুলিতে দ্রুত প্রসেসর, পর্যাপ্ত স্টোরেজ এবং নির্ভরযোগ্য ব্যাটারি লাইফের মতো সুবিধা পাবেন।

Update: 2024-11-20 12:51 GMT

শুধু নির্ভরযোগ্য বা মজবুত হলেই হবে না, সেই ল্যাপটপে থাকতে হবে ছোট, বড় যে কোনও কাজ সমলানোর দক্ষতা। এর জন্য চাই ভালো প্রসেসর, পর্যাপ্ত স্টোরেজ এবং দীর্ঘ ব্যাটারি লাইফ। ছাত্র হোক কর্মী, আপনার জন্য মাল্টিটাস্কিংয়ের জন্য সেরা ল্যাপটপের সন্ধান রইল। নীচে আলোচিত ল্যাপটপগুলির দাম ৪০ হাজার টাকা বা তারও কম। এই লিস্টে আছে HP, Acer, Lenovo, Asus এর ল্যাপটপ।

৪০ হাজারের কম এসার, এইচপি, লেনোভো’র ল্যাপটপ

HP 15s

এই ল্যাপটপের দাম ৩৮,৯৯০ টাকা। এতে পাবেন ১২ তম জেনারেশন ইন্টেল i3 প্রসেসর এবং ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। স্টোরেজ রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি। আগে থেকে ইনস্টল করা উইন্ডোজ ১১ এবং এমএস অফিস ২০২১ পাওয়া যাবে। রয়েছে অ্যান্টি-গ্লেয়ার স্ক্রিন এবং ডুয়াল স্পিকার।

Lenovo IdeaPad 1

লেনেভো’র এই ল্যাপটপের দাম ৩৬,৯৯০ টাকা। এতে মিলবে AMD Ryzen ৫ প্রসেসর যা মাল্টিটাস্কিংয়ের জন্য বেশ ভালো বিকল্প। এছাড়া রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। রাতে ব্যবহার করার জন্য ব্যাকলিট কীবোর্ড এবং ১ বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে ল্যাপটপে।

Acer Aspire Lite

ল্যাপটপটির দাম ৩৪,৯৯০ টাকা। Aspire Lite ল্যাপটপে মেটাল বডি এবং ১৬ জিবি র‍্যাম রয়েছে। মিলবে ৫১২ জিবি এসএসডি স্টোরেজ। দৈনন্দিন ব্যবহারের জন্য দক্ষ এই ল্যাপটপ। ওজন ১.৫৯ কিলোগ্রাম।

Asus Vivobook Go 14

আসুসের এই ল্যাপটপটিও সেরা এবং তালিকায় সবথেকে সস্তাও বটে। দাম ২৩,৯৯০ টাকা। ফিচার হিসেবে পাবেন ১৪ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, না ওয়েব ব্রাউজিং এবং অন্যান্য কাজের জন্য ভালো অভিজ্ঞতা দেবে। এছাড়াও রয়েছে ইন্টেল সেলেরন প্রসেসর। এটি সবচেয়ে শক্তিশালী না হলেও সাধারণ কম্পিউটিং প্রয়োজনের জন্য উপযুক্ত।

Tags:    

Similar News