Macbook Pro 2024 M4: অ্যাপল দীপাবলিতে ভারতে লঞ্চ করল নতুন ম্যাকবুক প্রো ২০২৪ ল্যাপটপ, রয়েছে এম৪, এম৪ প্রো ও এম৪ ম্যাক্স প্রসেসর
Macbook Pro 2024 Launched - ম্যাকবুক প্রো ২০২৪ অ্যাপলের নতুন এম৪, এম৪ প্রো এবং এম৪ ম্যাক্স প্রসেসর সহ এসেছে।
দীপাবলি উপলক্ষে অ্যাপল ভারতে নতুন ম্যাকবুক প্রো ২০২৪ লঞ্চ করেছে। নয়া MacBook Pro 2024 এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এতে লেটেস্ট এবং সুপারফাস্ট এম৪ (M4) চিপসেট ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরটি চলতি বছর আইপ্যাড প্রো এর সাথে লঞ্চ করা হয়েছিল। আর প্রসেসরটি শক্তিশালী হওয়ার কারণ এটি ৩ এনএম প্রসেসে নির্মিত। ম্যাকবুক প্রো ২০২৪ মডেলটি তিনটি প্রসেসর ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - এম৪, এম৪ প্রো এবং এম৪ ম্যাক্স। আবার এটি ১৪ ইঞ্চি ও ১৬ ইঞ্চি ডিসপ্লে সাইজ সহ এসেছে।
ম্যাকবুক প্রো ২০২৪ দাম ও প্রাপ্যতা - M4 MacBook Pro 2024 Price in India
ভারতে ম্যাকবুক প্রো ২০২৪ এর এম৪ চিপ ও ১৪ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১,৬৯,৯৯৯ টাকা। আবার এম৪ প্রো চিপের সাথে ১৪ ইঞ্চি মডেলের মূল্য ধার্য করা হয়েছে ১,৯৯,৯০০ টাকা। আর ম্যাকবুক প্রো ২০২৪ এর এম৪ প্রো চিপ ও ১৬ ইঞ্চি ডিসপ্লে মডেলের দাম ২,৪৯,৯০০ টাকা। আবার একই ডিসপ্লে সাইজ ও এম৪ ম্যাক্স চিপ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৩,৪৯,৯০০ টাকা।
এম৪ চিপ + ১৪ ইঞ্চি ডিসপ্লে: ১,৬৯,৯৯৯ টাকা
এম৪ প্রো চিপ + ১৪ ইঞ্চি ডিসপ্লে: ১,৯৯,৯০০ টাকা
এম৪ প্রো চিপ + ১৬ ইঞ্চি ডিসপ্লে: ২,৪৯,৯০০ টাকা
এম৪ ম্যাক্স চিপ + ১৬ ইঞ্চি ডিসপ্লে: ৩,৪৯,৯০০ টাকা
নতুন এম৪ ম্যাকবুক প্রো স্পেস ব্ল্যাক এবং সিলভার কালারে পাওয়া যাবে। আগামী ৮ নভেম্বর থেকে অ্যাপলের অনলাইন স্টোর এবং অনুমোদিত রিসেলারদের মাধ্যমে এটি কেনা যাবে।
ম্যাকবুক প্রো ২০২৪ স্পেসিফিকেশন ও ফিচার
ম্যাকবুক প্রো ২০২৪ অ্যাপলের নতুন এম৪, এম৪ প্রো এবং এম৪ ম্যাক্স প্রসেসর সহ এসেছে। ৩ এনএম প্রসেসে নির্মিত প্রসেসরগুলিতে ১৪টি সিপিইউ কোর, ৩২টি জিপিইউ কোর এবং ১৬টি নিউরাল ইঞ্জিন কোর উপস্থিত। অ্যাপল নতুন ম্যাকবুক প্রো কে ২৪ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত এসএসডি স্টোরেজ এসে এনেছে। তবে এতে ১২৮ জিবি পর্যন্ত র্যাম এবং ৮ টিবি স্টোরেজ সাপোর্ট করবে।
ম্যাকবুক প্রো ২০২৪ ল্যাপটপে আছে ১৪.২ ইঞ্চি (৩,০২৪x১,৯৬৪পিক্সেল) ও ১৬.২-ইঞ্চি (৩,৪৫৬x২,২৩৪ পিক্সেল) লিকুইড রেটিনা এক্সডিআর ডিসপ্লে, যার পিক ব্রাইটনেস (এইচডিআর) ১,৬০০ নিটস এবং এই ডিসপ্লে ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। ম্যাকবুক প্রো ২০২৪ অপশনাল ন্যানো-টেক্সচার ডিসপ্লে ফিনিশে সহও পাওয়া যাবে। এতে টাচ আইডি এবং ফোর্স টাচ ট্র্যাকপ্যাড সাপোর্ট সহ ব্যাকলিট কীবোর্ড রয়েছে।
ম্যাকবুক প্রো ২০২৪-এর কানেক্টিভিটি অপশনের মধ্যে আছে ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩, তিনটি থান্ডারবোল্ট ৫/২.৩ এবং ওয়াই-ফাই ৬.৩ এবং ওয়াই-ফাই ৬.৩ এবং ওয়াই-ফাই ৫.৩ এবং ওয়াই-ফাই ৬.৩ এবং ওয়াই-ফাই ৫.৩ এবং ওয়াই-ফাই ৫.৩ এবং ওয়াই-ফাই ৫.৩ এবং ওয়াই ইউএসবি 4 পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি ম্যাগসেফ 3 পোর্ট, একটি এসডিএক্সসি কার্ড স্লট এবং একটি 3.5 মিমি অডিও জ্যাক। সামনে সেন্টার স্টেজ সাপোর্ট সহ একটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে যা ডিসপ্লের নচের মধ্যে উপস্থিত।
অ্যাপলের ১৪-ইঞ্চি ম্যাকবুক প্রো (এম৪) মডেলে ৭০ ওয়াট আওয়ার লিথিয়াম-পলিমার ব্যাটারি দেওয়া হয়েছে, যেখানে এম৪ প্রো ভ্যারিয়েন্ট ৭২.৪ ওয়াট আওয়ার ব্যাটারি রয়েছে, যা ৭০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। আর ১৬ ইঞ্চি মডেলটি ১০০ ওয়াট আওয়ার ব্যাটারি সহ এসেছে। এই ব্যাটারি ১৪০ ওয়াট ওয়্যার্ড চার্জিং সাপোর্ট করে। অ্যাপলের মতে, নতুন ম্যাকবুক প্রো ২০২৪ একবার চার্জে ২৪ ঘন্টা ভিডিও দেখতে দেবে।