দিওয়ালি সেলে ম্যাকবুক 50 হাজারে! অফার শেষ হওয়ার আগে কিনে ফেলুন

Update: 2024-10-24 16:14 GMT

ল্যাপটপ পুরনো বলে একদম স্লো হয়ে গিয়েছে? অফিস বা সাধারণ কাজেও ব্যবহার করা যাচ্ছে না? তাই নতুন ল্যাপটপ কেনার পরিকল্পনা করছেন? তাহলে বেশি দেরি করবেন না। কারণ আমাজনের দিওয়ালি সেলে উইন্ডোজ ল্যাপটপের দামেই পাওয়া যাচ্ছে Apple MacBook Air M1। শক্তিশালী এই ল্যাপটপের ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সন ওই অনলাইন শপিং সাইটে ৫০,৬০৩ টাকায় কেনা যাচ্ছে।

অ্যাপল ম্যাকবুকে বিশাল ডিসকাউন্ট

আমাজনে লিস্টিং প্রাইস ৫৭,০০০ টাকা হলেও ব্যাঙ্ক অফার ধরে ভাল উইন্ডোজ ল্যাপটপের দামে ম্যাকবুক কেনার সুযোগ মিলছে। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ছয় মাসের নো কস্ট ইএমআই অপশন অফার করা হচ্ছে। অনলাইনে এই অপশন নির্বাচন করলে ৬,৩৮৬ টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। অ্যাপল ম্যাকবুক এয়ার এম১ প্রায় চার বছর আগে লঞ্চ হয়েছিল। তাই স্টক খালি করতেই এই অফার বলে মনে করা হচ্ছে।

অ্যাপল ম্যাকবুক এয়ার এম১ স্পেসিফিকেশন ও ফিচার্স

ম্যাকবুক এয়ার এম১ ল্যাপটপে ১৩.৩ ইঞ্চি রেটিনা ডিসপ্লে ও আটটি কোর যুক্ত এম১ প্রসেসর রয়েছে। এটি আগের জেনারেশনের তুলনায় পারফরম্যান্সে ৩.৫x বুস্ট এনেছে। প্রোফেশনাল এডিটিং থেকে শুরু করে গেমিংয়ের জন্য উপযুক্ত। ৮ জিবি ইউনিফায়েড মেমরি স্মুথ মাল্টিটাস্কিং নিশ্চিত করে। আর ১৩.৩ ইঞ্চির রেটিনা ডিসপ্লে ভাইব্রান্ট ও শার্প ভিজ্যুয়াল সরবরাহ করে।

অ্যাপল তাদের ম্যাকবুক এয়ার এম১ প্রোডাক্টিভিটি এবং ক্রিয়েটিভিটি উভয়ের জন্য ডিজাইন করেছে। ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.০, দুটি থান্ডারবোল্ট/ইউএসবি ৪ পোর্ট রয়েছে ল্যাপটপে। স্লিম এবং লাইটওয়েট হওয়ার কারণে সঙ্গে বহন করাও খুব সহজ। ওজন ১.৩ কেজিরও কম। ২০২০ সালের নভেম্বরে রিলিজ হওয়া ম্যাকবুকের এই সংস্করণে ১ বছর লিমিটেড ওয়ারেন্টি উপলব্ধ।

Tags:    

Similar News