HP OmniBook Ultra Flip: 9,999 টাকার সফটওয়্যার ফ্রি! কনটেন্ট ক্রিয়েটরদের জন্য দুর্দান্ত ল্যাপটপ আনল এইচপি

ভারতের বাজারে এইচপি নিয়ে এল নতুন ‘টু-ইন-ওয়ান’ ল্যাপটপ, HP OmniBook Ultra Flip। ব্যবহারে ফ্লেক্সিবিলিটির জন্য এতে ইন্টেলের লুনার লেক প্রসেসরের সাথে একটি নিউরাল প্রসেসিং ইউনিট রয়েছে। এছাড়াও, এই প্রিমিয়াম রেঞ্জের ডিভাইসটি একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের সাথে এসেছে।

Update: 2024-10-23 08:20 GMT

এইচপি ভারতের বাজারে নিয়ে এল তাদের নতুন উদ্ভাবন, HP OmniBook Ultra Flip। এটি একটি ‘টু-ইন-ওয়ান’ ল্যাপটপ যা ফ্রিল্যান্সার এবং নির্মাতাদের জন্য ডিজাইন করা হয়েছে। ডিভাইসটি ইন্টেলের লুনার লেক প্রসেসর দ্বারা চালিত এবং এতে একটি নিউরাল প্রসেসিং ইউনিট (NPU) রয়েছে, যা নমনীয়তার সাথে ব্যবহারের জন্য ল্যাপটপ, ট্যাবলেট এবং টেন্ট মোডগুলির মধ্যে সহজে স্যুইচ করার অনুমতি দেয়। আসুন এইচপি ওমনিবুক আল্ট্রা ফ্লিপ মডেলের দাম, সকল স্পেসিফিকেশন এবং ফিচারগুলি সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

এইচপি ওমনিবুক আল্ট্রা ফ্লিপ ল্যাপটপের মূল্য এবং লভ্যতা

ল্যাপটপটি দুটি ভ্যারিয়েন্টে উপলব্ধ - ওমনিবুক আল্ট্রা ফ্লিপ ১৪ নেক্সট-জেন এআই পিসি আল্ট্রা ৭, এর দাম ১,৮১,৯৯৯ টাকা এবং ওমনিবুক আল্ট্রা ফ্লিপ ১৪ নেক্সট-জেন এআই পিসি আল্ট্রা ৯, যা ১,৯১,৯৯৯ টাকা মূল্যে কেনা যাবে। যে সমস্ত গ্রাহকরা আগামী ৩১ অক্টোবরের আগে ওমনিবুক আল্ট্রা ফ্লিপ কিনছেন, তারা ৯,৯৯৯ টাকার মূল্যের অ্যাডবি ফটোশপ এলিমেন্টস এবং প্রিমিয়ার এলিমেন্টস বিনামূল্যে পেয়ে যাবেন। বাজাজ ফাইন্যান্সের (Bajaj Finance)-এর মাধ্যমে ১৮ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন পাওয়া যাবে।

এইচপি ওমনিবুক আল্ট্রা ফ্লিপ ল্যাপটপের স্পেসিফিকেশন

এইচপি ওমনিবুক আল্ট্রা ফ্লিপ ল্যাপটপে ১৪ ইঞ্চির ২.৮কে ওলেড ডিসপ্লে রয়েছে, যা মাল্টিটাচ ক্ষমতা এবং ৪৮-১২০ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করে। স্ক্রিন ০.২ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, এজ-টু-এজ গ্লাস, একটি স্লিম বেজেল, লো ব্লু লাইট প্রযুক্তি, এসডিআর-এ ৪০০ নিট ব্রাইটনেস, এইচডিআর-এ ৫০০ নিট পিক ব্রাইটনেস, এবং এইচডিআর মোডে ১ বিলিয়ন কালার সাপোর্ট করে। ডিভাইটিতে উন্নততর দেখার অভিজ্ঞতার জন্য ১৬:১০ অ্যাসপেক্ট রেশিও রয়েছে৷

ইন্টেল কোর আল্ট্রা ৭ ২৫৬ভি প্রসেসর দ্বারা চালিত, এইচপি ল্যাপটপটি ১২ এমবি এল৩ ক্যাশ এবং ৮ কোর/৮ থ্রেড সহ ৪.৮ গিগাহার্টজ পর্যন্ত পৌঁছায়। এতে একাধিক কানেক্টিভিটি অপশন রয়েছে, যেমন দুটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি হেডফোন/মাইক্রোফোন কম্বো জ্যাক। ডিভাইসটির ওয়্যারলেস সংযোগের মধ্যে রয়েছে ইন্টেল ফিলমোর পিক ২ ওয়াই-ফাই ৭ এবং ব্লুটুথ ৫.৪। লেটেস্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমে চলমান, ওমনিবুক আল্ট্রা ফ্লিপ মডেলে মাইক্রোসফট অফিস হোম অ্যান্ড স্টুডেন্ট ২০২১ প্রিইনস্টল করা আছে। এছাড়াও, এতে মিলবে ১৬ জিবি এলপিডিডিআর৫এক্স র‍্যাম এবং ১ টিবি পিসিআইই জেন৪ এনভিএমই এসএসডি স্টোরেজ।

এইচপি ওমনিবুক আল্ট্রা ফ্লিপ ল্যাপটপের পরিমাপ ৩১.৩৭ x ২১.৬২ x ১.৪৯ সেন্টিমিটার, ওজন ১.৩৪ কেজি। এতে একটি মাইক মিউট কী এবং ক্যামেরা প্রাইভেসি শাটারের মতো সিকিউরিটি ফিচার রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ল্যাপটপটি একটি ৬-সেল ৬৪ ওয়াটআওয়ারের ব্যাটারির সাথে এসেছে, যা ৬৫ ওয়াট ইউএসবি টাইপ-সি অ্যাডাপ্টারের মাধ্যমে চার্জিং সাপোর্ট করে। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ফুল-সাইজ ব্যাকলিট কীবোর্ড, হ্যাপটিক টাচপ্যাড, ইন্টেল আর্ক গ্রাফিক্স, ডিআইবি পেন-টিল্ট এইচপি জি১ এনএফবি এমপিপি ২.০ স্টাইলাস, এবং ৯ মেগাপিক্সেলের আইআর টিএনআর ক্যামেরা৷

Tags:    

Similar News