Free Students Laptop Scheme: বিনামূল্যে স্টুডেন্টদের ল্যাপটপ দেওয়া হচ্ছে? ভাইরাল মেসেজের সত্যতা কি

আপনি কি হোয়াটসঅ্যাপে "Students Laptop Scheme 2024" শীর্ষক কোনো মেসেজ পেয়েছেন এবং ভাবছেন সহজেই কীভাবে এই ল্যাপটপ নিজের করা যায়? তাহলে এক্ষুনি সাবধান হোন।

Update: 2024-11-24 05:13 GMT

আপনি কি হোয়াটসঅ্যাপে "Students Laptop Scheme 2024" শীর্ষক কোনো মেসেজ পেয়েছেন এবং ভাবছেন সহজেই কীভাবে এই ল্যাপটপ নিজের করা যায়? তাহলে এক্ষুনি সাবধান হোন। কারণ এই মেসেজের মাধ্যমে আপনার সাথে প্রতারণা করা হতে পারে। প্রেস ইনফরমেশন ব্যুরো বা PIB সম্প্রতি এই হোয়াটসঅ্যাপ মেসেজ সম্পর্কে সতর্ক করেছে। পাশাপাশি তারা জানিয়েছে যে, এই ধরনের অফার সম্পর্কিত মেসেজ পেলে অবশ্যই অফিসিয়াল চ্যানেলে গিয়ে যাচাই করা উচিত।

স্টুডেন্টস ল্যাপটপ স্কিম 2024 ভাইরাল মেসেজ নিয়ে সতর্ক করল PIB

প্রেস ইনফরমেশন ব্যুরো -র তরফে বলা হয়েছে যে, ফ্রি ল্যাপটপ পাওয়ার ভাইরাল মেসেজের কোনো সত্যতা নেই। এর মাধ্যমে ডেটা চুরি করে নেওয়ার চেষ্টা চলছে। পিআইবি -র ফ্যাক্ট চেক টিম ইতিমধ্যেই এই ভাইরাল মেসেজ পরীক্ষা করেছে। যারপর তারা জানিয়েছে যে, মেসেজে থাকা সন্দেহ জনক লিঙ্কে ক্লিক করলে ব্যক্তিগত ডেটা চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে।

X পোস্টে কি লিখেছে PIB

মাইক্রো ব্লগিং সাইট এক্স-এ পিআইবি লিখেছে, "আপনি কি ফ্রি ল্যাপটপ অফারের #হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছেন? সাবধান হোন! আপনার সাথে জালিয়াতি করা হচ্ছে !! #পিআইবিফ্যাক্টচেক কখনও সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না এবং ব্যক্তিগত ডেটা শেয়ার করার আগে সতর্ক হোন।"



এক্স পোস্টে একটি ছবিও আপলোড করা হয়েছে, যেখানে ভাইরাল মেসেজে কি ধরনের কথা লেখা হচ্ছে সেটি দেখানো হয়েছে। একটি মেসেজে লেখা আছে " "স্টুডেন্টস ল্যাপটপ স্কিম 2024 এর জন্য আবেদন চলছে। এই স্কিমটি সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য উপলব্ধ যারা আর্থিক কারণে তাদের নিজস্ব ল্যাপটপ কেনার মতো অবস্থানে নেই এবং তাদের শিক্ষার ক্ষেত্রে ল্যাপটপের প্রয়োজন রয়েছে। 2024 সালে 960,000 এরও বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হবে এবং এর আবেদন শুরু হয়েছে এবং যারা আবেদন করেছে তারা তাদের ল্যাপটপ পেতে শুরু করেছে। https://lc.ke/Students-FREE-LAPTOP লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন।"

কিন্তু এই মেসেজ সম্পূর্ণ ভুয়ো এবং এই ধরনের কোনো অফার পাওয়া যাচ্ছে না। তাই কেউ লোভের বশে এই এই মেসেজের লিঙ্কে ক্লিক করবেন না।

Tags:    

Similar News