OnePlus 13 vs iQOO 13: ভারতে আসছে দুই ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কে এগিয়ে দেখে নিন
OnePlus 13 vs iQOO 13 Price ওয়ানপ্লাস 13 এর দাম গতবছরের ওয়ানপ্লাস 12 ফোনের তুলনায় 7,000 থেকে 10,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। আইকো 13 ভারতে 50,000 টাকার রেঞ্জে লঞ্চ হতে পারে। এটি সর্বোচ্চ 16GB RAM সহ পাওয়া যেতে পারে।
আগামী 3 ডিসেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে iQOO 13। এটি অ্যামাজন থেকে পাওয়া যাবে। কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট সহ আসা এটি প্রথম স্মার্টফোন। এদিকে এই একই প্রসেসর সহ চীনে ইতিমধ্যেই লঞ্চ হয়েছে OnePlus 13। এই ডিভাইসটিও শীঘ্রই ভারতে আসবে। ফলে স্বাভাবিকভাবেই দুই ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে কে সেরা এবং আপনার ওয়ানপ্লাস 13 কেনার জন্য কিছুদিন অপেক্ষা করা উচিত কিনা তা জানতে এই প্রতিবেদনটি পড়ুন। এখানে আমরা আইকো ও ওয়ানপ্লাস এর দুই স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশনের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করবো।
OnePlus 13 vs iQOO 13: দাম ও স্পেসিফিকেশন
* দাম
ওয়ানপ্লাস 13 এর দাম গতবছরের ওয়ানপ্লাস 12 ফোনের তুলনায় 7,000 থেকে 10,000 টাকা পর্যন্ত বাড়তে পারে। সেক্ষেত্রে ভারতে এর দাম রাখা হতে পারে 70,000 টাকার কাছাকাছি। চীনে ডিভাইসটি 24GB RAM সহ লঞ্চ হয়েছে। উল্টোদিকে আইকো 13 ভারতে 50,000 টাকার রেঞ্জে লঞ্চ হতে পারে। এটি সর্বোচ্চ 16GB RAM সহ পাওয়া যেতে পারে।
* ডিসপ্লে
ওয়ানপ্লাস 13 ফোনে আছে 6.82 ইঞ্চি 2K OLED BOE X2 ডিসপ্লে। এই ডিসপ্লে 3168 x 1440 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট ও 4500 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।
আইকো 13 ফোনে আছে 6.82 ইঞ্চি 8T LTPO ফ্লাট ডিসপ্লে, যা 3168 x 1440 পিক্সেল রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, 4500 নিটস পর্যন্ত ব্রাইটনেস সাপোর্ট করবে।
* প্রসেসর ও সফটওয়্যার
ওয়ানপ্লাস 13 ফোনে পারফরম্যান্সের জন্য কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Elite চিপসেট ব্যবহার করা হয়েছে। এই সিস্টেম 4 বছর দুর্দান্ত পারফরম্যান্স দেবে বলে ওয়ানপ্লাস দাবি করেছে। আর ওয়ানপ্লাস 13 ডিভাইসটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক OxygenOS 15 কাস্টম স্কিনে চলবে।
আইকো 15 ডিভাইসে পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগন 8 Elite প্রসেসর, এলপিডিডিআর5এক্স আল্ট্রা র্যাম, ইউএফএস 4.1 স্টোরেজ। এছাড়া এতে Q2 চিপ ব্যবহার করা হয়েছে, যা গেমিংয়ের সময় 144 এফপিএস পর্যন্ত অফার করবে। এটি অ্যান্ড্রয়েড 15 ভিত্তিক FuntouchOS 15 কাস্টম ওএসে চলবে।
* ক্যামেরা
OnePlus 13 ফোনের পিছনে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল সনি LYT-808 প্রাইমারি সেন্সর, 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ 50 মেগাপিক্সেল স্যামসাং এস5কেজেএন5 আল্ট্রা-ওয়াইড লেন্স এবং 3x অপটিক্যাল জুম সহ 50 মেগাপিক্সেল LYT-600 পেরিস্কোপ টেলিফটো লেন্স বর্তমান। হ্যাসেলব্লাড (Hasselblad) এই ট্রিপল রিয়ার ক্যামেরার জন্য অপ্টিমাইজেশন অফার করবে এবং ছবির গুণমান উন্নত করবে। সামনে সেলফির জন্য 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
iQOO 13 ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। তিনটি ক্যামেরাই 50 মেগাপিক্সেল রেজোলিউশন অফার করবে। এই ক্যামেরা সেন্সরগুলি হল - 1/1.56-ইঞ্চি IMX921 প্রাইমারি সেন্সর f/1.88 অ্যাপারচার এবং OIS, f/1.85 অ্যাপারচার সহ 1/2.93-ইঞ্চি IMX816 পোর্ট্রেট টেলিফোটো লেন্স, 1/2.76-ইঞ্চি সেন্সর সহ 199.4 ডিগ্রি আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
* ব্যাটারি
ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh সিলিকন-কার্বন ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W ওয়্যার্ড চার্জিং এবং 50 ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।
আইকো 13 স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 6150mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।