Laptop News: চীনা সংস্থার গেমিং ল্যাপটপ এল বাজারে, রয়েছে দুর্ধর্ষ গ্রাফিক্স ও প্রসেসর
গ্রাফিক্স কার্ড নির্মাতা হিসেবে সুপরিচিত কালারফুল সম্প্রতি ভারতে COLORFUL GAMING FROZEN মাদারবোর্ডটি লঞ্চ করেছে। আর এখন চীনা পার্সোনাল কম্পিউটিং ব্র্যান্ডটি এদেশের বাজারে নিয়ে এল তাদের নতুন গেমিং ল্যাপটপ, COLORFUL EVOL P15। এটি কিউএইচডি রেজোলিউশন সহ আইপিএস ডিসপ্লে, Intel Core i7-13620H সিরিজের চিপসেট এবং RTX 4080 জিপিইউ অফার করে। চলুন নতুন কালারফুল ল্যাপটপের দাম এবং সকল স্পেসিফিকেশনগুলি দেখে নেওয়া যাক।
COLORFUL EVOL P15-এর স্পেসিফিকেশন এবং ফিচার
কালারফুল ইভল পি15-এ 15.6 ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ (1,920 x 1,080 পিক্সেল) / কিউএইচডি (2,560 x 1,440 পিক্সেল) রেজোলিউশন, 165 হার্টজ রিফ্রেশ রেট, 100% এসআরজিবি (sRGB) অফার করে। এতে দ্বাদশ প্রজন্মের ইন্টেল কোর আই5-12450এইচ/ ইন্টেল কোর আই7-12650এইচ / ত্রয়োদশ প্রজন্মের ইন্টেল কোর আই7-13620এইচ প্রসেসর অপশন রয়েছে। গ্রাফিক্সের জন্য, ইভল পি15-এ এনভিডিয়া জিইফোর্স আরটিএক্স 4050 (6 জিবি) / এনভিডিয়া জিইফোর্স আরটিএক্স 4080 (8 জিবি) জিপিইউ ব্যবহৃত হয়েছে। নতুন এই ল্যাপটপটি উইন্ডোজ 11 হোম অপারেটিং সিস্টেমে চলে।
এছাড়াও, COLORFUL EVOL P15-এ 1এমবি এইচডি ভিডিও ক্যামেরা, রয়েছে, যা জি-সিঙ্ক, 72% এনটিএসসি (NTSC) / 100% এনটিএসসি সহ এসেছে। কালারফুল-এর এই ল্যাপটপে 16 জিবি ডিডিআর5 4800 মেগাহার্টজ র্যাম (2x ডিডিআর5 এসও-ডিআইএমএম, 64 জিবি পর্যন্ত সাপোর্ট করে) সাপোর্ট করে।
পাওয়ার ব্যাকআপের জন্য, COLORFUL EVOL P15-এ 180 ওয়াট পাওয়ার অ্যাডাপ্টারের সাথে 54 ওয়াটআওয়ারের ব্যাটারি রয়েছে। অডিওর জন্য, এই ডিভাইসটি সাউন্ড ব্লাস্টার সিনেমাস 6+ সাপোর্ট করে। সংযোগের ক্ষেত্রে, এতে মিলবে 1000এম এলএএন, 802.11AX ওয়াই-ফাই 6ই এবং ব্লুটুথ 5.3 সাপোর্ট। COLORFUL EVOL P15-এ একটি ইউএসবি টাইপ এ 2.0 পোর্ট, একটি ইউএসবি টাইপ এ 3.2 জেন 1 পোর্ট, একটি ইউএসবি টাইপ 3.2 জেন 2 পোর্ট, একটি ইউএসবি টাইপ সি ইউএসবি 3.2 জেন 2 পোর্ট, একটি মিনি ডিসপ্লে পোর্ট 1.4, একটি এইচডিএমআই 2.1 সহ এইচডিসিপি, একটি 2-ইন-1 অডিও জ্যাক, একটি আরজে 45 ল্যান পোর্ট, একটি ডিসি-ইন জ্যাক-এর মতো পোর্টগুলি অফার করে। পরিশেষে, COLORFUL EVOL P15-এর পরিমাপ 361 x 264 x 249 মিলিমিটার এবং এর ওজন 2.4 কেজি।
COLORFUL EVOL P15-এর মূল্য, লভ্যতা
কালারফুল ইভল পি15 এদেশে তিনটি সংস্করণে লঞ্চ হয়েছে। এগুলির দাম হল -
P15 23-HE55D16512A-B (i5 12th Gen 12450H)- 64,990 টাকা।
P15 23-HF76B16512E-B (i7 12th Gen 12650H)- 79,990 টাকা।
P15 23-HJ76B16512E-B-SA (i7 13th Gen 13620H)- Rs 89,990 টাকা।
লঞ্চ অফারের অংশ হিসেবে, কালারফুল এই ডিভাইসটির সাথে 99 টাকায় একটি ল্যাপটপ ব্যাগ অফার করছে। গ্রাহকরা ফ্লিপকার্ট (Flipkart)-এ ল্যাপটপটি কেনার সময় একটি ইনস্ট্যান্ট ডিসকাউন্ট বা 3,000 টাকার এক্সচেঞ্জ বোনাসের মধ্যে কোনও একটি অপশন বেছে নিতে পারবেন। লেটেস্ট কালারফুল ইভল সিরিজের ল্যাপটপটি ব্লু, গ্রে এবং হোয়াইট - এই তিনটি কালারে পাওয়া যাচ্ছে। তবে, 13 তম-প্রজন্মের ইন্টেল কোর আই7 ভ্যারিয়েন্টটি সাদা রঙে উপলব্ধ নয়।