বেশি খরচ না করেই ল্যাপটপে 1TB SSD স্টোরেজ, বড় চমক নিয়ে হাজির Huawei

Update: 2024-05-07 10:15 GMT

হুয়াওয়ে তাদের জনপ্রিয় Huawei MateBook D 16 SE 2024 ল্যাপটপের জন্য একটি নতুন ১ টিবি সলিড-স্টেট ড্রাইভ (SSD) বিকল্পের সাথে ইউজারদের আরও বড় স্টোরেজ বিকল্প অফার করতে চলেছে। এই সংযোজনটি বিদ্যমান লাইনআপের পরিপূরক, যা ১৩তম প্রজন্মের Intel Core i5-13420H প্রসেসর এবং ১৬ জিবি র‍্যাম ক্ষমতার সাথে আসে। আসুন তাহলে নতুন Huawei MateBook D 16 SE 2024 ল্যাপটপের নতুন মডেলটির দাম এবং অন্যান্য বিবরণগুলি দেখে নেওয়া যাক।

Huawei MateBook D 16 SE 2024: নতুন স্টোরেজ ভ্যারিয়েন্ট বাজারে এল

১৬ জিবি র‍্যাম ও ১ টিবি এসএসডি স্টোরেজ সহ হুয়াওয়ে মেটবুক ডি ১৬ এসই ২০২৪ ল্যাপটপের নতুন ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৪,২৪৯ ইউয়ান (প্রায় ৫০,১০০ টাকা)। নতুন মডেলটি সেইসমস্ত ব্যবহারকারীদের জন্য আদর্শ হবে, যাদের ভিডিও এডিটিং বা বড় মিডিয়া ফাইল পরিচালনার মতো কাজের জন্য যথেষ্ট স্টোরেজ স্পেস প্রয়োজন। এর মূল ডিজাইন এবং ফিচারগুলি এক রয়ে গেলেও, এই আপগ্রেডটি তাদের হুয়াওয়ে মেটবুক ডি ১৬ এসই ২০২৪ মডেলে অতিরিক্ত স্টোরেজ স্পেস খুঁজছেন তাদের জন্য আরও প্রশস্ত কনফিগারেশন অফার করে৷

স্পেসিফিকেশন সর্ম্পকে বলল, হুয়াওয়ে মেটবুক ডি ১৬ এসই ২০২৪ মডেলে ৯০% স্ক্রিন-টু-বডি রেশিও সহ ১৬ ইঞ্চির আইপিএস ডিসপ্লে রয়েছে। স্ক্রিনটি ১৬:১০ রেশিও, ১,৯২০ x ১,২০০ রেজোলিউশন, ৪৫% এনটিএসসি (NTSC) কালার গ্যামট এবং ৩০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। এই হুয়াওয়ে ল্যাপটপতুর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে সামিল রয়েছে একটি ফুল-ফাংশন ইউএসবি-সি পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, একটি এইচডিএমআই ১.৪ (HDMI 1.4) পোর্ট এবং একটি ইউএসবি ২.০ টাইপ-এ পোর্ট অন্তর্ভুক্ত রয়েছে৷

পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Huawei MateBook D 16 SE 2024 ল্যাপটপটি ৫৬ ওয়াট আওয়ারের ব্যাটারি দ্বারা চালিত, যা একবার চার্জে ১৩ ঘন্টা পর্যন্ত লোকাল ১,০৮০ পিক্সেলের ভিডিও প্লেব্যাক সাপোর্ট করে। ডিভাইসটির অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে এআই স্মার্ট আইস (AI Smart eyes), হুয়াওয়ে মেটামেটেরিয়াল অ্যান্টেনা টেকনোলজি (Huawei Metamaterial Antenna Technology) এবং সুপার টার্মিনাল ফাংশনালিটির (Super Terminal functionality) জন্য সাপোর্ট।

Tags:    

Similar News