Infinix InBook Y4 Max: সবচেয়ে কম দামে আই৭ প্রসেসর ও ১৬ জিবি র্যাম, ফুল চার্জে চলবে ৮ ঘন্টা
Infinix আজ (১৫ই জানুয়ারি) ভারতের বাজারে InBook Y4 Max নামের একটি নয়া সাশ্রয়ী মূল্যের ল্যাপটপ লঞ্চ করল। বিশেষত্বের কথা বললে এটি ১৩তম প্রজন্মের i3 / i5 / i7 ইন্টেল প্রসেসর দ্বারা চালিত। এছাড়া এই ল্যাপটপে - FHD IPS LCD ডিসপ্লে প্যানেল, মাল্টি-টাচ এজি গ্লাস টাচপ্যাড সহ ব্যাকলিট কী-বোর্ড, উইন্ডোজ ১১ হোম ওএস এবং একাধিক কার্যকরী কানেক্টিভিটি পোর্ট রয়েছে। সর্বোপরি এটি একবার চার্জে দীর্ঘ ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে বলেও দাবি করেছে সংস্থা। চলুন Infinix InBook Y4 Max ল্যাপটপের দাম ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।
ভারতে Infinix InBook Y4 Max ল্যাপটপের দাম ও লভ্যতা
এদেশের বাজারে ইনফিনিক্স ইবুক ওয়াই৪ ম্যাক্স ল্যাপটপ মোট তিনটি প্রসেসর ও স্টোরেজ বিকল্পের সাথে এসেছে। এক্ষেত্রে উক্ত মডেলটি - ইন্টেলের ১৩তম প্রজন্ম ভিত্তিক কোর আই৩, আই৫ এবং আই৭ চিপ ভ্যারিয়েন্ট অফার করে। এক্ষেত্রে এর ইন্টেল কোর আই৩ চিপসেট + ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম শুরু হচ্ছে ৩৭,৯৯৯ টাকা থেকে। সংস্থার তরফ থেকে এখনো এই ল্যাপটপের অন্যান্য ভ্যারিয়েন্টের দাম প্রকাশ করা হয়নি।
আগ্রহীরা খুব শীঘ্রই ইনফিনিক্স ইবুক ওয়াই৪ ম্যাক্স মডেলের প্রত্যেকটি ভ্যারিয়েন্ট ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে - সিলভার এবং ব্লু কালার অপশনে কিনতে পারবেন।
Infinix InBook Y4 Max ল্যাপটপের স্পেসিফিকেশন
ইনফিনিক্স ইবুক ওয়াই৪ ম্যাক্স ল্যাপটপ ব্রাশ মেটাল ফিনিশিং অ্যালুমিনিয়াম অ্যালয় বডি সহ এসেছে। এতে সরু বেজেল পরিবেষ্টিত ১৬-ইঞ্চির ফুল এইচডি IPS LCD ডিসপ্লে আছে, যা ১৬:১০ এসপেক্ট রেশিও, ৩০০ নিট পিক ব্রাইটনেস এবং ৮৩% sRGB কালার গ্যামেট অফার করে। ভালো পারফরম্যান্সের জন্য এতে ১৩তম প্রজন্মের ইন্টেল প্রসেসর ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে ডিভাইসটি মোট তিনটি চিপসেট ও স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে, যথা - ইন্টেল কোর আই৩ ১৩১৫ইউ (i3 1315U) + ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি SSD / ইন্টেল কোর আই৫ ১৩৩৫ইউ (i5 1335U) + ১৬ জিবি র্যাম + ৫১২ জিবি SSD / ইন্টেল কোর আই৭ ১৩৫৫ইউ (i7 1355U) + ১৬ জিবি র্যাম + 16GB র্যাম + ৫১২ জিবি SSD। এই ল্যাপটপে পাওয়ার বুস্ট বাটন আছে, যা জিপিইউ -এর ক্ষেত্রে ১৮ ওয়াট পাওয়ার আপগ্রেড প্রদান করে। এটি ইন্টিগ্রেটেড গ্রাফিক্স সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে এতে উইন্ডোজ ১১ হোম প্রি-লোডেড থাকছে। যদিও এতে মাইক্রোসফ্ট অফিস সফ্টওয়্যারের সাপোর্ট অন্তর্ভুক্ত নেই।
অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, নয়া Infinix InBook Y4 Max ল্যাপটপে রয়েছে মাল্টি-টাচ এজি গ্লাস টাচপ্যাড সহ ব্যাকলিট কী-বোর্ড। কানেক্টিভিটির জন্য এতে - একটি ইউএসবি টাইপ-এ ৩.০ পোর্ট, একটি ইউএসবি টাইপ-সি ৩.০ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট এবং একটি ৩.৫মিমি হেডফোন জ্যাক সামিল রয়েছে৷ তবে ইথারনেট পোর্ট অনুপস্থিত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৭০ ওয়াটআওয়ার ক্যাপাসিটির ব্যাটারি পাওয়া যাবে, যা দীর্ঘ ৮ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফারে সক্ষম। এই ব্যাটারি ৬৫ ওয়াট চার্জিং অ্যাডাপ্টার সমর্থন করে, যা ডিভাইসকে মাত্র ১ ঘন্টায় ৭৫% পর্যন্ত চার্জ করতে সমর্থ। Infinix InBook Y4 Max ল্যাপটপ ১৮ মিমি পুরু এবং এর ওজন ১.৮ কেজি।