20 হাজার টাকার কমে ল্যাপটপ, Acer Chromebook Plus কেনার সেরা সুযোগ হাতছাড়া করবেন না
এসার ক্রোমবুক প্লাস এর আসল দাম 50,000 টাকার কাছাকাছি। তবে এটি ফ্লিপকার্টে 18,990 টাকায় তালিকাভুক্ত আছে। শুধু তাই নয়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে আরও 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে।;
আপনি যদি কম দামে একটি কমপ্যাক্ট সাইজের ল্যাপটপ কিনতে চান তবে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে ঢুঁ মারুন। আসলে এই ই-কমার্স সাইটে চলছে Big Saving Days Sale। এই সেলে আপনি Acer Chromebook Plus ল্যাপটপটি 20,000 টাকার কম দামে কিনতে পারবেন। এই ক্রোমবুকের রয়েছে গুগল এআই ফিচার এবং শক্তিশালী ইন্টেল প্রসেসর।
জানিয়ে রাখি, স্ট্যান্ডার্ড ল্যাপটপের তুলনায়, ক্রোমবুক কম শক্তিশালী হয়। আপনি এর মাধ্যমে সাধারণ কাজ করতে পারবেন। এই কারণে ক্রোমবুক সাধারণত শিক্ষার্থীদের জন্য উপযুক্ত বলে মনে করা হয়।
Acer Chromebook Plus অফারের সাথে কেনার সুযোগ
এসার ক্রোমবুক প্লাস এর আসল দাম 50,000 টাকার কাছাকাছি। তবে এটি ফ্লিপকার্টে 18,990 টাকায় তালিকাভুক্ত আছে। শুধু তাই নয়, ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে আরও 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়াও অন্যান্য নির্বাচিত ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে বিশেষ অফার দেওয়া হচ্ছে।
Acer Chromebook Plus এর স্পেসিফিকেশন ও ফিচার
এসার ক্রোমবুক প্লাস ল্যাপটপে রয়েছে 14 ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং পারফরম্যান্সের জন্য এতে ইন্টেল কোর i3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে গুগলের অপারেটিং সিস্টেম ক্রোমওএস এবং ডিটিএস অডিও সাপোর্ট করে। এই ক্রোমবুকে রয়েছে 8 জিবি LPDDR5X র্যাম এবং 256 জিবি স্টোরেজ। এই ক্রোমবুকটি 10 সেকেন্ডেরও কম সময়ে ওপেন হয়ে যায়।
ক্রোমবুক প্লাসে ফুল এইচডি ক্যামেরা রয়েছে এবং এটি 10 ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করে। কমপ্যাক্ট সাইজের ল্যাপটপটি বিল্ট-ইন ভাইরাস প্রোটেকশন সহ এসেছে এবং এর ওজন মাত্র 1.43 কেজি।